Friday 12 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাশকতার পরিকল্পনায় সাবেক এমপি পাভেলসহ আ.লীগের ৮ জন গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:০৮ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৫ ১৯:২৭

নীলফামারী-৩ আসনের সাবেক সাংসদ সাদ্দাম হোসেন পাভেল। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীতে ঝটিকা মিছিলসহ নাশকতার পরিকল্পনাকারী ও অর্থায়নকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাদ্দাম হোসেন পাভেলসহ অঙ্গসংগঠনের আট নেতাকর্মী গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পাভেল মূলত নাশকতায় অর্থ সরবরাহকারী।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেল ৩ টায় এসব তথ্য জানায় ডিবি।

গ্রেফতার আসামিরা হলেন— নীলফামারী-৩ আসনের সাবেক সাংসদ সাদ্দাম হোসেন পাভেল (৫০), পটুয়াখালী জেলার বাউফল উপজেলা শাখার ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মো. তানজিল হোসেন অভি (২৯), পটুয়াখালী জেলার বাউফল থানাধীন সূর্যমনি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আনিসুর রহমান হাওলাদার (৪৩), পটুয়াখালী জেলার ছাত্রলীগের বাউফল উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমানে বঙ্গবন্ধু কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এ কে এম খোরশেদ আলম (৬৫), বংশাল থানা ৩২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের নাশকতা পরিকল্পনাকারী মো. দেলোয়ার হোসেন বাবলু (৬১), উত্তরা পূর্ব ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক আল মামুন ভুইয়া (২৯), আওয়ামী যুবলীগ কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য মো. কায়কোবাদ ওসমানী (৫৩), মুন্সিগঞ্জ লৌহজং থানার খিতিরপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন (৬০)।

বিজ্ঞাপন

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাত ১১ টার দিকে রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান চালিয়ে সাদ্দাম হোসেন পাভেলকে গ্রেফতার করে ডিবি-সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন সন্ধ্যায় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. তানজিল হোসেন অভিকে গ্রেফতার করে।

সন্ধ্যা ৬ টার দিকে রাজধানীর সবুজবাগ থানাধীন মানিকদিয়া এলাকায় অভিযান চালিয়ে মো. আনিসুর রহমান হাওলাদারকে গ্রেফতার করে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম। অন্যদিকে রাত ৯ টার দিকে ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম পান্থপথ এলাকায় অভিযান পরিচালনা করে এ কে এম খোরশেদ আলমকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টা ২০ মিনিটে রাজধানীর কোতোয়ালি থানাধীন নয়াবাজার এলাকায় অভিযান চালিয়ে মো. দেলোয়ার হোসেন বাবলুকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের একটি টিম। অন্যদিকে বিকেল ৩ টায় ডিবি-গুলশান বিভাগের একটি টিম কোতোয়ালি থানাধীন পুলিশ ক্লাবের সামনে এলাকায় অভিযান চালিয়ে আল মামুন ভুইয়াকে গ্রেফতার করে।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দিবাগত রাত ১২ টার দিকে রাজধানীর রামপুরা থানাধীন মালিবাগ চৌধুরী পাড়া এলাকায় অভিযান চালিয়ে মো. কায়কোবাদ ওসমানীকে গ্রেফতার করে ডিবি সাইবার বিভাগের একটি টিম। অন্যদিকে একই দিন রাত প্রায় একই সময় ডিবি-মতিঝিল বিভাগের একটি টিম রমনা থানাধীন কাকরাইল এলাকায় অভিযান চালিয়ে মো. আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

গ্রেফতার সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/এইচআই

আওয়ামী লীগ গ্রেফতার নাশকতা সাবেক এমপি পাভেল

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর