Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মিরপুরে শটগান-টিউব ম্যাগাজিনসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৩

গ্রেফতারা দুই আসামি। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মিরপুর এলাকায় শটগান, টিউব ম্যাগাজিন ও গুলিসহ দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মিরপুর থানার সেকশন-২ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার আসামিরা হলেন- মো. আরিফ উদ্দিন (৪৬) ও হাফিজুল ইসলাম শামীম (৪৬)।

এ সময় তাদের হেফাজত থেকে একটি শটগান, একটি টিউব ম্যাগাজিন, একটি বোল্ড অ্যান্ড বোল্ড ক্যারিয়ার, দুইটি বডি লকিং পিন, ব্যারেল জ্যাকেট, আগুনে পোড়া ট্রিগার গার্ড ও দুইটি শটগানের সীসা কার্তুজ উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

তালেবুর রহমান বলেন, ‘মিরপুরের সেকশন-২ এলাকার তুলি জেনারেল স্টোরের সামনে চেকপোস্ট ডিউটির সময় মিরপুর থানার একটি টিম দুই ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে করে। সন্দেহজনক ব্যক্তিদের তল্লাশি করার সময় আরিফ উদ্দিনের হাতে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে অস্ত্র উদ্ধার করা হয়। এ ঘটনার গ্রেফতারদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়।

তিনি আরও বলেন, ‘গ্রেফতার আসামিরা পলাতক আসামি নাসিরের (৪৫) যোগসাজশে অবৈধভাবে অস্ত্র ও কার্তুজ ক্রয়-বিক্রয়ের উদ্দেশে নিজ হেফাজতে রেখে ছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।’

সারাবাংলা/এমএইচ/এইচআই

অস্ত্রসহ গ্রেফতার গ্রেফতার মিরপুর ম্যাগাজিনসহ গ্রেফতার

বিজ্ঞাপন

নেপালে কারফিউ জারি, সেনা মোতায়েন
৮ সেপ্টেম্বর ২০২৫ ২০:৪২

আরো

সম্পর্কিত খবর