কুষ্টিয়া: কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা ফিরোজ আল মামুনকে গ্রেফতার করেছে দৌলতপুর থানা পুলিশ।
শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাটানো হয়েছে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার আড়িয়া ইউনিয়নের বড়গাংদিয়া কলেজ চত্বর থেকে তাকে গ্রেফতার করা হয়।
দৌলতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, তার বিরুদ্ধে নাশকতা ও ফিলিপনগর এলাকার আসামি ছিনতাইয়ের মামলা রয়েছে।