Saturday 13 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভাঙ্গায় সড়ক অবরোধ, প্রশাসনের আশ্বাসে যোগাযোগ স্বাভাবিক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৫

সড়ক অবরোধ করেছিলেন আন্দোলনকারীরা।

ফরিদপুর: ফরিদপুরের ভাঙ্গা উপজেলার দুটি ইউনিয়নকে ফরিদপুর-৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ফের সড়ক অবরোধ করেছেন স্থানীয়রা। এতে ঢাকা-খুলনা ও ফরিদপুর-বরিশাল মহাসড়ক বন্ধ হয়ে যায়। পরে প্রসাশনের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে আন্দোলনকারীরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ভাঙ্গা এক্সপ্রেসওয়ে গোলচত্বর এলাকায় এলাকাবাসী মহাসড়ক অবরোধ করে। বিষয়টি নিশ্চিত করেন ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রোকিবুজ্জামান ।

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আলগী ও হামিরদী ইউনিয়নকে ফরিদপুর- ৪ আসন থেকে ফরিদপুর-২ আসনে অন্তর্ভুক্ত করে বাংলাদেশ নির্বাচন কমিশনের গেজেট প্রকাশের প্রতিবাদে বিক্ষোভ ও মহাসড়ক অবরোধ করে এলাকাবাসী।

বিজ্ঞাপন

এদিন সকাল ৯টা থেকে ভাঙ্গা গোলচত্ত্বর এলাকায় মহাসড়ক অবরোধ করে তারা। সকাল ৯টা থেকেই ফরিদপুর-ভাঙ্গা-বরিশাল মহাসড়কের ফরিদপুর থেকে ভাঙ্গা ইন্টারচেঞ্জ পর্যন্ত মহাসড়কের দুটি পয়েন্ট পুখুরিয়া বাসস্ট্যান্ডে ও হামিরদী বাসস্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করছেন স্থানীয়রা। এ ছাড়াও ঢাকা মাওয়া-ভাঙ্গা-খুলনা মহাসড়কের ভাঙ্গা ইন্টারচেঞ্জ থেকে গোপালগঞ্জ মহাসড়কের মুনসুরাবাদ বাসস্ট্যান্ড অবরোধ করে বিক্ষোভ মিছিল করছেন গ্রামবাসীরা।

বিষয়টি নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মো. রোকিবুজ্জামান জানান, উপজেলা প্রশাসন ও হাইওয়ে পুলিশের পক্ষ থেকে স্থানীয়দের বোঝানোর চেষ্টা চলছে।

সারাবাংলা/এইচআই

অবরোধ ফরিদপুর ভাঙ্গায় সড়ক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর