Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুমিল্লা সীমান্তে ৫ কোটি টাকা মূল্যের ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:০৪

ভারতীয় মোবাইলের ডিসপ্লে জব্দ করেছে বিজিবি। ছবি: সংগৃহীত

ঢাকা: কুমিল্লা আদর্শ সদর উপজেলার সীমান্তবর্তী কটকবাজার এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ কোটি ৯৯ লাখ ৩৫ হাজার টাকা মূল্যের অবৈধ ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইলের ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে বিজবির জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম এতথ্য নিশ্চিত করেন।

বিজিবির কুমিল্লা ব্যাটালিয়নের (১০ বিজিবি) অধীনস্থ বিবিরবাজার বিওপির কটকবাজার পোস্টের টহলদল ০৪ সেপ্টেম্বর ২০২৫ তারিখ ভোরে কুমিল্লার আদর্শ সদর উপজেলার পালপাড়া এলাকায় একটি চোরাচালান বিরোধী বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে বিজিবি টহলদল বর্ণিত স্থান থেকে মালিকবিহীন অবস্থায় ১৩ হাজার ৫২৭ পিস ভারতীয় বিভিন্ন প্রকার মোবাইল ডিসপ্লেসহ একটি মিনি কাভার্ড ভ্যান জব্দ করে। জব্দকৃত মালামালের আনুমানিক সিজারমূল্য (চার কোটি নিরানব্বই লাখ পঁইত্রিশ হাজার) টাকা।

বিজ্ঞাপন

বিধি মোতাবেক উক্ত মালামাল কাস্টমস এ জমা করা হয়েছে।

সারাবাংলা/ইউজে/এইচআই

কুমিল্লা বিজিবি ভারতীয় পণ্য ভারতীয় পণ্য জব্দ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর