Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যাত্রাবাড়ী ফ্লাইওভারে বাসচাপায় সিএনজিচালকসহ নিহত ২

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৪

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাসচাপায় সিএনজিচালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিএনজিচালক শহিদুল ইসলাম (৫০) এবং সিএনজি যাত্রী ইমরান (৪৮)। আহত ব্যক্তির নাম রফিক (৫০)।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের লিডার পবিত্র কুমার ভৌমিক জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌঁছে আহত ও নিহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠান। সেখানে রাত ৯টার দিকে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আহত রফিক হাসপাতালে চিকিৎসাধীন আছেন। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সারাবাংলা/এসএসআর/এইচআই

নিহত যাত্রাবাড়ী সড়ক দুর্ঘটনা সিএনজিচালক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর