Friday 05 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

অন্য ধর্মাবলম্বীরা কখনো জামায়াতের হাতে নির্যাতিত হয়নি: ডা. তাহের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ০০:৪৫

জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের

কুমিল্লা: বাংলাদেশ জামায়াতে ইসলামী দ্বারা দেশে অন্য ধর্মাবলম্বীরা কখনো নির্যাতিত হয়নি বলে দাবি করেছেন দলের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের। তিনি বলেন, “দিন দিন জামায়াতের জনপ্রিয়তা বাড়ছে, অন্যদিকে একটি দলের জনপ্রিয়তা কমছে। ওই দলই সম্প্রতি হানিফ পরিবহনের কাউন্টার ভাঙচুর ও লুটপাট করেছে।”

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার বাতিসা ইউনিয়নের কুলিয়ারা কেন্দ্রে নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. তাহের বলেন, “ইসলাম ভিন্ন ধর্মের মানুষের নিরাপত্তা নিশ্চিত করে। জুলাই আন্দোলনে জড়িত ইসলামী দলগুলো কখনো অন্য ধর্মাবলম্বীদের ক্ষতি করেনি। এ দেশের হিন্দুরা ইসলামপন্থিদের দ্বারা নির্যাতিত হয়নি। আগামী নির্বাচনে জুলাই চেতনায় বিশ্বাসী দলগুলো নিয়ে জোট গঠন হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও দাবি করেন, বাংলাদেশের মানুষ একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমুখর নির্বাচন চায়। “যেখানে জনগণ নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। যেনতেনভাবে চাপিয়ে দেওয়া নির্বাচন জনগণ মেনে নেবে না। জাতীয় নির্বাচন হতে হবে ভারতীয় আধিপত্যবাদ, দুর্নীতিবাজ ও চাঁদাবাজদের বিরুদ্ধে দেশপ্রেমিক ও ইসলামপ্রিয় জনগণের বিজয়ের নির্বাচন। এই নির্বাচন হবে নতুন স্বপ্ন ও নতুন বাংলাদেশ গড়ার নির্বাচন।”

সভায় সভাপতিত্ব করেন জামায়াত নেতা আবুল কালাম মজুমদার। বিশেষ অতিথি ছিলেন জামায়াতের কুমিল্লা দক্ষিণ জেলা আমির অ্যাডভোকেট মো. শাহজাহান ও চৌদ্দগ্রাম উপজেলা আমির মাহফুজুর রহমান।

সারাবাংলা/এসএস

অন্য জামায়াত ডা. তাহের ধর্মাবলম্বীরা নির্যাতিত

বিজ্ঞাপন

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) আজ
৬ সেপ্টেম্বর ২০২৫ ০২:০৫

আরো

সম্পর্কিত খবর