Thursday 30 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ঢাকার বায়ুমান সহনীয়, দূষণে অবস্থান ২৪

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১১:০৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩৩

বায়ু দূষণ। ছবি: সারাবাংলা

ঢাকা: গতকালের তুলনায় আজ ঢাকার বায়ুমানে কিছুটা উন্নতি হয়েছে। সুইজারল্যান্ডভিত্তিক গবেষণা সংস্থা আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ৯টার রেকর্ডে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) দাঁড়িয়েছে ৭৪, যা সহনীয় মাত্রা নির্দেশ করে। এদিন দূষিত বাতাসের শহরের তালিকায় ঢাকার অবস্থান ২৪তম।

এর আগে শুক্রবার (৫ সেপ্টেম্বর) একই সময়ে ঢাকার বায়ুমান সূচক ছিল ১১৭, যা ‘অস্বাস্থ্যকর’ পর্যায়ে পড়ে এবং তালিকায় রাজধানীকে অষ্টম স্থানে রেখেছিল।

বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহর হিসেবে আজ শীর্ষে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, যার বায়ুমান সূচক ১৩৩। শীর্ষ পাঁচে থাকা অন্যান্য শহর হলো উগান্ডার কাম্পালা (১২৯), ইন্দোনেশিয়ার জাকার্তা (১২২), কাতারের দোহা (১১৬) এবং উজবেকিস্তানের তাসখন্দ (১১০)।

বিজ্ঞাপন

বায়ু বিশেষজ্ঞরা বলছেন, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র ধুলিকণা দূষণের প্রধান উৎস। দীর্ঘদিন অতিরিক্ত মাত্রায় দূষিত বাতাসে বসবাস শ্বাসকষ্ট, হৃদরোগ ও ক্যানসারের ঝুঁকি বাড়ায়।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, একিউআই ৫০-এর নিচে থাকলে বাতাস বিশুদ্ধ, ৫১–১০০ সহনীয়, ১০১–১৫০ সংবেদনশীলদের জন্য অস্বাস্থ্যকর, ১৫১–২০০ সবার জন্য অস্বাস্থ্যকর, ২০১–৩০০ অত্যন্ত অস্বাস্থ্যকর এবং ৩০০ ছাড়ালে বাতাসকে দুর্যোগপূর্ণ বলা হয়।

ঢাকায় বায়ুমান কিছুটা উন্নত হলেও পরিবেশ বিশেষজ্ঞরা সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ও নাগরিকদের মাস্ক পরতে এবং অপ্রয়োজনে বাইরে না যেতে পরামর্শ দিয়েছে।

সারাবাংলা/এফএন/এনজে
বিজ্ঞাপন

নিয়োগ দিচ্ছে রূপায়ণ গ্রুপ
৩০ অক্টোবর ২০২৫ ১২:২৩

আরো

সম্পর্কিত খবর