Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এশিয়া কাপ ২০২৫
এক নজরে এশিয়া কাপের ৮ দলের স্কোয়াড

স্পোর্টস ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:৫৯

এশিয়া কাপের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশসহ ৮ দল

এশিয়া কাপের বাকি আর মাত্র তিনদিন। সংযুক্ত আরব আমিরাতে বসবে এশিয়ার শ্রেষ্ঠত্বের এবারের আসর। টুর্নামেন্টকে সামনে রেখে এরই মধ্যে স্কোয়াড ঘোষণা করে অংশগ্রহণকারী ৮ দল। চলুন এক নজরে দেখে নেওয়া যাক কোন দলের স্কোয়াডে কারা থাকছেন।

বাংলাদেশ

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, নুরুল হাসান, মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও মোহাম্মদ সাইফউদ্দিন।

স্ট্যান্ড বাই: সৌম্য সরকার, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও হাসান মাহমুদ।

ভারত

সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল, অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রীত বুমরা, অ্যার্শদিপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন, হর্ষিত রানা ও রিংকু সিং।

বিজ্ঞাপন

স্ট্যান্ড বাই: প্রসিধ কৃষ্ণা, ওয়াশিংটন সুন্দর, রিয়ান পরাগ, ধ্রুব জুরেল ও ইয়াসাভি জয়সোয়াল।

পাকিস্তান

সালমান আঘা (অধিনায়ক), আবরার আহমেদ, ফাহিম আশরাফ, ফখর জামান, হারিস রউফ, হাসান আলী, হাসান নেওয়াজ, হুসেইন তালাত, খুশদিল শাহ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নওয়াজ, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা, শাহিন শাহ আফ্রিদি ও সুফিয়ান মুকিম।

শ্রীলংকা

চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুওয়ানিদু ফার্নান্ডো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, দুনিত ভেল্লালাগে, চামিকা করুনারত্নে, মহিশ থিকশানা, দুষ্মন্ত চামিরা, বিনুরা ফার্নান্ডো, নুয়ান তুষারা ও মাতিশা পাথিরানা।

আফগানিস্তান

রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ (উইকেটকিপার), ইব্রাহিম জাদরান, দরবেশ রাসুলি, সেদিকউল্লাহ আতাল, মোহাম্মদ নবী, আজমতউল্লাহ ওমরজাই, করিম জানাত, গুলবদিন নাইব, শরফউদ্দিন আশরাফ, মোহাম্মদ ইশাক (উইকেটকিপার), আল্লাহ গজনফর, মুজিব উর রেহমান, নুর আহমেদ, ফরিদ মালিক, ফজলহক ফারুকি ও নাভিন উল হক।

স্ট্যান্ড বাই: ওয়াফিউল্লাহ তারাখিল, নাঙ্গিয়াল খারোতি ও আবদুল্লাহ আহমেদজাই।

হংকং

ইয়াসিম মুর্তজা (অধিনায়ক), বাবর হায়াত, জিশান আলী (উইকেটকিপার), শাহিদ ওয়াসিফ, নিয়াজাকত খান মোহাম্মদ, নাসরুল্লাহ রানা, মার্টিন কোয়েটজি, অংশুমান রাঠ, এহসান খান, কালহান মার্ক চাল্লু, আয়ুষ আশীষ শুক্লা, মোহাম্মদ আইজাজ খান, আতিক উল রেহমান ইকবাল, কিঞ্চিত শাহ, আদিল মেহমুদ, আনাস খান, হারুন মোহাম্মদ আরশাদ, আলি-হাসান, গাজনফর মোহাম্মদ ও মোহাম্মদ ওয়াহিদ।

সংযুক্ত আরব আমিরাত 

মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি’সুজা, হায়দার আলী, হার্শিত কৌশিক, জুনায়েদ সিদ্দিক, মাতিউল্লাহ খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটকিপার), রোহিদ খান, সিমরনজিৎ সিং এবং সাগির খান।

ওমান

যতিন্দর সিং (অধিনায়ক), হাম্মাদ মির্জা, বিনায়ক শুক্লা, সুফিয়ান ইউসুফ, আশীষ ওডেডেরা, আমির কলিম, মোহাম্মদ নাদিম, সুফিয়ান মাহমুদ, আরিয়ান বিস্ত, করণ সোনাবালে, যিকরিয়া ইসলাম, হাসনাইন আলী শাহ, ফয়সাল শাহ, মোহাম্মদ ইমরান, নাদিম খান, শাকিল আহমাদ ও সময় শ্রীবাস্তব।

আগামী ৯ সেপ্টেম্বর হংকং-আফগানিস্তান ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের এশিয়া কাপের।

সারাবাংলা/এফএম

এশিয়া কাপ ২০২৫ স্কোয়াড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর