Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এনসিপির কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটি গঠন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১২:২৭

সমন্বয় কমিটির দুই সদস্য।

কুষ্টিয়া: ৪৩ সদস্যের কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটি গঠন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। শুক্রবার (৫ সেপ্টেম্বর) রাতে দলটির সদস্য সচিব আখতার হোসেন ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর সই এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, আগামী তিন মাস অথবা আহ্বায়ক কমিটি গঠনের আগ পর্যন্ত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৪৩ সদস্যের কুষ্টিয়া জেলা সমন্বয় কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির প্রধান সমন্বয়কারী হিসেবে রয়েছেন জান্নাতুল ফেরদৌস টনি। সিনিয়র যুগ্ম সমন্বয়কারী নাসরিন পারভীন। এছাড়া কমিটির যুগ্ম সমন্বয়কারী হিসেবে নয়জনকে রাখা হয়েছে। তারা হলেন- ইবাদত আলী, সাজেদুর রহমান বিপুল, খন্দকার মফিজুর রহমান, শাহিনুজ্জামান, সামসুল আরেফিন ষ্ট্যালিন, গোলাম আজম, তাহের, অ্যাডভোকেট রুপালি খাতুন, আসলাম হোসেন মামুন।

বিজ্ঞাপন

কমিটির সদস্যরা হলেন- মো. নাজমুল হুসাইন মিরাজ, শরিফুল ইসলাম সবুজ, মোছা. শোভা খাতুন, ইব্রাহিম, সাধন চন্দ্র দাস, নাহিদ রহমান, আব্দুল মান্নান, আশরাফুল ইসলাম, নওজেশ আহমেদ, শরিফুল ইসলাম, সাহীনুল হক, ইঞ্জিল মন্ডল, তারেক হোসেন, মিজানুর রহমান, রোকনুজ্জামান, সাজ্জাদ হোসেন, তাহারুল ইসলাম কালু, আব্দুল বাতেন, আশরাফুল ইসলাম, সার্জেন্ট খন্দকার ফারুক, তানভির কবির, সাব্বিরুল হক, মুনিব আলী, শিশির আহমেদ, ফুলবাস আলী, নাজমুল ইসলাম, মোহাম্মদ আসাদুল্লাহ, নুরুল ইসলাম, আরাফাত হোসেন, ড. সাব্বির পারভেজ, আসিক হোসেন।

সারাবাংলা/এনজে

এনসিপি জেলা সমন্বয় কমিটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর