Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট বিমানবন্দরে ফ্রি ওয়াইফাই ও ফ্রি টেলিফোন সেবা চালু

সিনিয়র করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:১৪

ফ্রি ওয়াইফাই এবং ফ্রি টেলিফোন সেবার উদ্বোধন অনুষ্ঠান।

ঢাকা: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বিটিসিএল এর ফ্রি ওয়াইফাই এবং ফ্রি টেলিফোন সেবার উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব।

শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেট বিমানবন্দরে তিনি এই সেবার উদ্বোধন করেন। ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ জসীম উদ্দিনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ফয়েজ আহমদ তৈয়্যব জানান, বিদেশ থেকে আসা এবং বিদেশগামী যাত্রীদের যোগাযোগের সুবিধার্থে বিমানবন্দরে এ সেবা চালু করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যেই পুরো বিমানবন্দরকে ফ্রি ওয়াইফাই এর আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

উদ্ভোধনকালে সিলেট জেলা প্রশাসক মো. সার‌ওয়ার আলম উপস্থিত ছিলেন।

সারাবাংলা/ইএইচটি/এসডব্লিউ

ফ্রি ওয়াইফাই ফ্রি টেলিফোন সেবা সিলেট বিমানবন্দর

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর