Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫০

খালে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস থেকে আহতদের উদ্ধার করা হচ্ছে।

নোয়াখালী: ‎লক্ষ্মীপুরে চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খালে পড়ে ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন কফিল উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ জেলার হুমায়ুন রশিদ, নোয়াখালী সদর উপজেলার অম্বদিয়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে আবদুল মাজেদ, রিপন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেরপুর গ্রামের মুরশিদ, জয়নাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কফিল উদ্দিন কলেজ এলাকায় আসলে হঠাৎ চাকা খুলে পাশে খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। অচেতন অবস্থায় ৫ জনসহ মোট ২০ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৭ জনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ২জন মাজেদ ও রিপন, চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে হুমায়ুন রশিদ ও অন্য একটি হাসপাতালে মুরশিদ ও জয়নাল মারা যায়।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিপন ও মাজেদের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, মুরশিদ ও জয়নালের মরদেহ স্ব স্ব এলাকায় আর রশিদের মরদেহ চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নোয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

সারাবাংলা/এনজে

খাল নিহত যাত্রীবাহী বাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর