Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খালে, নিহত ৫

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৩:৪১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫০

খালে পড়ে যাওয়া যাত্রীবাহী বাস থেকে আহতদের উদ্ধার করা হচ্ছে।

নোয়াখালী: ‎লক্ষ্মীপুরে চাকা খুলে নিয়ন্ত্রণ হারিয়ে আনন্দ পরিবহনের একটি যাত্রীবাহী বাস খালে পড়ে ৩ জন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে জেলার চন্দ্রগঞ্জ থানাধীন কফিল উদ্দিন ডিগ্রি কলেজ সংলগ্ন নোয়াখালী-লক্ষ্মীপুর সড়কে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নওগাঁ জেলার হুমায়ুন রশিদ, নোয়াখালী সদর উপজেলার অম্বদিয়া গ্রামের আবদুস ছাত্তারের ছেলে আবদুল মাজেদ, রিপন, লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ ইউনিয়নের শেরপুর গ্রামের মুরশিদ, জয়নাল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে নোয়াখালী থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বাসটি কফিল উদ্দিন কলেজ এলাকায় আসলে হঠাৎ চাকা খুলে পাশে খালে পড়ে যায়। পরে স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ এসে তাদেরকে উদ্ধার করে। অচেতন অবস্থায় ৫ জনসহ মোট ২০ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে ৭ জনকে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এর মধ্যে ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালে ২জন মাজেদ ও রিপন, চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে হুমায়ুন রশিদ ও অন্য একটি হাসপাতালে মুরশিদ ও জয়নাল মারা যায়।

বিজ্ঞাপন

লক্ষ্মীপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, রিপন ও মাজেদের মরদেহ নোয়াখালী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে, মুরশিদ ও জয়নালের মরদেহ স্ব স্ব এলাকায় আর রশিদের মরদেহ চন্দ্রগঞ্জ ন্যাশনাল হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের পাশাপাশি মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তরের বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।

নোয়াখালী সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. ফরিদ উদ্দিন তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর