Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘জাকের পার্টি নির্বাচন বা যেকোনো পরিস্থিতির জন্য প্রস্তুত’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:০১

ফরিদপুরে বাইশরশি জাকের মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানের ব্যানার।

ফরিদপুর: ‘জাকের পার্টি নির্বাচনের জন্য প্রস্তুত আর যদি নির্বাচন না হয় তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য জাকের পার্টির সকল নেতাকর্মী প্রস্তুত রয়েছে’—জাকের পার্টির ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে দলের চেয়ারম্যান মোস্তফা আমীর ফয়সল এসব কথা বলেন।

শনিবার (৬ সেপ্টেম্বর) ফরিদপুরের সদরপুর বাইশরশি জাকের মঞ্জিলে আয়োজিত অনুষ্ঠানে ভার্চুয়ালী বক্তব্যে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, তাদের দল ৩০০ আসনের প্রার্থীতা চুড়ান্ত করে রেখেছে। দেশের কল্যাণে ও মেহনতে তাদের ২১ লাখ নেতাকর্মী ও তিন কোটি সমর্র্থক দেশব্যাপী ছড়িয়ে রয়েছে। অন্তবর্তী সরকার ঘোষিত নির্বাচন উপলক্ষ্যে আগামী ২০ সেপ্টেম্বর থেকে সারাদেশের সকল ইউনিয়নসহ জেলা ও মহানগরে জাকের পার্টির গোলাপ ফুলের পক্ষে ভোট আহ্বান করে নির্বাচনী কার্যক্রম শুরু করা হবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বেলুন ও পায়রা উড়ানো শেষে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ সময় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এর আগে, ভার্চুয়াল বক্তব্যে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সায়েম আমীর ফয়সল বলেন, ‘জাকের পার্টি সংঘাত- হানাহানি রক্তপাতে বিশ্বাস করে না। আমরা সব পথ-মতের মানুষের প্রতিটি রাজনৈতিক দলকে সম্মান দিয়ে রাজনীতি করেছি এবং করব।’

আজ ফাতেহা শরীফ পাঠ করে জাকের পার্টির মহান প্রতিষ্ঠাতা হযরত মাওলানা খাজা ফরিদপুরী রহমতুল্লাহি আলাইহে সাহেবের মাজার জিয়ারতের মাধ্যমে কেন্দ্রীয় অনুষ্ঠান সম্পন্ন হয়।

এর আগের শুক্রবার বাদ মাগরিব ফরজ, সুন্নত ও নফল নামাজ আদায়সহ ওয়াজ নসিয়তের এবং মিলাদের মধ্য দিয়ে বাইশরশি বিশ্ব জাকের মঞ্জিলে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপিত হয়।

সারাবাংলা/এসডব্লিউ

জাকের পার্টি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর