Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘নুরাল পাগলার’ লাশ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় জামায়াতের নিন্দা

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:২৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৭

বাংলাদেশ জামায়াতে ইসলামী। ফাইল ছবি

ঢাকা: রাজবাড়ীর গোয়ালন্দে ‘নুরাল পাগলা’ হিসেবে পরিচিত নুরুল হক বা ইমাম মাহদির মৃতদেহ কবর থেকে তুলে পোড়ানোর ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শনিবার (৬ সেপ্টেম্বর) দলের সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এক বিবৃতিতে বলেন, ‘নুরুল হক মৃত্যুর পরও তার জীবদ্দশায় যেসব কাজ করেছেন, তার জন্য তিনি আল্লাহর কাছে জবাবদিহি করবেন। তবে মৃতদেহ কবর থেকে তুলে পোড়ানো ইসলাম ধর্ম অনুমোদন করে না এবং এ ধরনের ঘটনা মানবিক ও ধর্মীয় মূল্যবোধ লঙ্ঘন করেছে।’

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, “জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক, গণতান্ত্রিক ও ইসলামী আদর্শের ভিত্তিতে পরিচালিত দল। সমাজ ও রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টিকারী কোনো কর্মকাণ্ড আমাদের দল বরদাশত করে না। দেশের শান্তি ও ন্যায়ভিত্তিক সমাজ গঠনে আমরা সর্বদা দায়িত্বশীল ভূমিকা পালন করি। এ ঘটনার সঙ্গে আমাদের নাম জড়ানোর চেষ্টা দুঃখজনক এবং অনাকাঙ্ক্ষিত।”

বিজ্ঞাপন

তিনি দেশের আইন ও বিচারব্যবস্থার প্রতি গুরুত্বারোপ করে বলেন, “আইন নিজের হাতে নেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের আইনশৃঙ্খলা, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর আরও দায়িত্বশীল ভূমিকা থাকা উচিত ছিল। সমাজে অশান্তি বা বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে এমন সব কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আমরা আহ্বান জানাই।”

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

ইমাম মাহদি নুরাল পাগলা নুরুল হক বাংলাদেশ জামায়াতে ইসলামী

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর