Friday 02 Jan 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নুরের ওপর হামলা উদ্দেশ্যমূলক, দ্রুত বিদেশে পাঠাতে হবে: মির্জা আব্বাস

স্টাফ করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৩২ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৫

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মির্জা আব্বাস।

ঢাকা: গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলাকে উদ্দেশ্যমূলক বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, নুরের গুরুতর শারীরিক জখমের কারণে সরকারকে দ্রুত তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে হবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নুরুল হক নুরকে দেখতে গিয়ে মির্জা আব্বাস এসব কথা বলেন।

তিনি জানান, “আমি বিদেশে থাকাকালীন নুরের ওপর হামলার খবর সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি। এখানে এসে যা জানলাম এবং যা দেখলাম, তা থেকে মনে হচ্ছে হামলাটি সাধারণ মারামারি নয় বরং নৃশংস ও পরিকল্পিত। মাথা ও মুখে আঘাতের পেছনে বড় ধরনের পরিকল্পনা ছিল কি না সেটি খতিয়ে দেখা জরুরি। কারা এই হামলা করেছে, কেন এবং উদ্দেশ্য কী এগুলো তদন্তের মাধ্যমে বের করতে হবে।”

বিজ্ঞাপন

মির্জা আব্বাস বলেন, “সরকার এরইমধ্যে ঘোষণা করেছে যে নুরকে বিদেশে পাঠানো হবে, যা ভালো খবর। তবে দেরি করা ঠিক হবে না। প্রতিদিন দেরি করলে ক্ষতির সম্ভাবনা বাড়তে পারে।”

তিনি বলেন, “নুর এখন প্রচুর অ্যান্টিবায়োটিক নিচ্ছেন, কিন্তু দীর্ঘ সময় এভাবে ট্রিটমেন্ট চালানো সম্ভব নয়। সঠিক দেশ ও সঠিক চিকিৎসকের তত্ত্বাবধানে দ্রুত বিদেশে পাঠানো উচিত। আমার মতে, জার্মানিতে পাঠানো সবচেয়ে ভালো হবে, সিঙ্গাপুর বা ব্যাংকক পর্যাপ্ত মানের চিকিৎসা দিতে পারবে না।”

মির্জা আব্বাস নুরকে সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসার প্রত্যাশা প্রকাশ করে বলেন, “দেশের জন্য নুর অনেক কাজ করেছেন। আল্লাহ তাকে সুস্থ করে তুলুন, যাতে আবার দেশের কাজে নিয়োজিত হতে পারে। সরকারকে কেবল বিদেশে পাঠানো নয় বরং সঠিক দেশে, সঠিক চিকিৎসকের তত্ত্বাবধানে চিকিৎসার ব্যবস্থা করতে হবে।”

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর