Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে জশনে জুলুসে পদদলিত হয়ে ২ জনের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:০১ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৫০

জশনে জুলুসের পদযাত্রার পরের চিত্র। ছবি: সারাবাংলা

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে পদদলিত হয়ে এক কিশোরসহ দুজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও অন্ততঃ ছয়জন।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নগরীর মুরাদপুর এলাকায় এ ঘটনা ঘটেছে।

মৃত দুজন হলেন- আইয়ুব আলী (৬০) ও সাইফুল ইসলাম (১৩)।

জানা গেছে, আইয়ুব আলী পটিয়া উপজেলা থেকে এবং নগরীর কালামিয়া বাজার এলাকা থেকে জুলুসে যোগ দিতে গিয়েছিলেন।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নূরে আলম আশিক সারাবাংলাকে দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

এসআই আশিক বলেন, ‘জুলসে ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে কয়েকজন মাটিতে পড়ে যান। অসুস্থ অবস্থায় হাসপাতালে নিয়ে আসার পর চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আহত ব্যক্তিদের মধ্যে একজনকে আশঙ্কাজনক অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) রাখা হয়েছে বলে তিনি জানান।

তাদের হাসপাতালে নিয়ে যাওয়া আঞ্জুমানে রহমানিয়া ট্রাস্টের মেডিকেল টিমের সদস্য আমিনুর রহমান বলেন, ‘মানুষের ভিড়ের মধ্যে গরমে অসুস্থ হয়ে নিচে রাস্তায় পড়ে যান কয়েকজন। পদদলিত হয়ে তারা গুরুতর আহত হন। আহত অবস্থায় আটজনকে উদ্ধার করে আমরা হাসপাতালে নিয়ে আসি। এর মধ্যে দুজনের মৃত্যু হয়েছে।’

সারাবাংলা/আরডি/এনজে

জশনে জুলুস পদদলিত মৃত্যু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর