Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ক্যাসিনো কাণ্ডের মূল হোতা সেলিম প্রধান ফের গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩৭ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৬

ক্যাসিনো কাণ্ডের মূল হোতা সেলিম প্রধান গ্রেফতার। ছবি: সংগৃহীত

ঢাকা: ক্যাসিনো কাণ্ডের মূল হোতা সেলিম প্রধানকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ক্রিপ্টো কারেন্সি ও নেশা জাতীয় দ্রব্য সীসা জব্দ করা হয়েছে। তবে পুলিশ ক্রিপ্টো কারেন্সির কথা অস্বীকার করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার (ডিসি মিডিয়া) মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অননুমোদিত সীসা বার পরিচালনার অভিযোগে রাজধানীর বারিধারা থেকে সেলিম প্রধানসহ নয়জনকে গ্রেফতার করেছে গুলশনা থানা পুলিশ।

গুলশান জোনের অতিরিক্ত উপ কমিশনার (এডিসি) আল আমিন হোসাইন বলেন, সেলিম প্রধান বারিধারায় একটি সীসা বার চালাতেন। ভোর ৪টায় সীসা সরঞ্জামসহ তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে গুলশান থানায় মাদক মামলা হয়েছে। এরইমধ্যে তাকে আদালতে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে, ২০১৯ সালের অক্টোবরে বিদেশে পালিয়ে যাওয়ার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে অনলাইনে অবৈধ ক্যাসিনো ব্যবসার মূলহোতা সেলিম প্রধান গ্রেফতার হয়েছিলেন। তখন সেলিম প্রধানের দেওয়া তথ্যের ভিত্তিতে তার গুলশানের কার্যালয় ও বনানীর বাসায় অভিযান চালান র‌্যাব সদস্যরা। এ অভিযানে ৪৮ বোতল বিদেশি মদ, ২৯ লাখ টাকা, ২৩টি দেশের মোট ৭৭ লাখ সমমূল্যের বৈদেশিক মুদ্রা, ১২টি পাসপোর্ট, দুটি হরিণের চামড়া, তিনটি ব্যাংকের ৩২টি চেক ও অনলাইন গেমিং পরিচালনার একটি বড় সার্ভার জব্দ করা হয়। পরে তিনি জামিনে বের হন।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ

ক্যাসিনো কাণ্ড গ্রেফতার সেলিম প্রধান

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর