Thursday 06 Nov 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কমলাপুরে ১০ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৬:২৪

গ্রেফতার নারী মাদক কারবারি।

ঢাকা: রাজধানীর কমলাপুর এলাকা হতে ১০ হাজার পিস ইয়াবাসহ এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শুক্রবার (৫ সেক্টেম্বর) রাত সোয়া ৯টার দিকে মতিঝিল থানার কমলাপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। ডিএমপির মিডিয়া বিভাগের উপ কমিশনার তালেবুর রহমান শনিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার ওই নারীর নাম মোছা.মরিয়ম (৫৫)।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ডিবি-মতিঝিল বিভাগের একটি চৌকস টিম উত্তর কমলাপুর এলাকায় অভিযান নারী মাদক কারবারি মোছা. মরিয়মকে গ্রেফতার করে। এ সময় তার হেফাজত থেকে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেফতার নারীর বিরুদ্ধে মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতার মরিয়ম একটি সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। সে দীর্ঘদিন ধরে সাতক্ষীরার সীমান্তবর্তী এলাকা হতে ইয়াবা ট্যাবলেট সংগ্রহ করে ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা বিক্রি করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। গ্রেফতার ওই নারী মাদক কারবারীকে আদালতে পাঠানো হয়েছে।

সারাবাংলা/ইউজে/এসডব্লিউ