Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নড়াইলে ‘ডিবি পরিচয়ে অপহরণ’ নাটক, ভিকটিমসহ গ্রেফতার ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৩৬ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৫৬

ইব্রাহিম, তার স্ত্রী ইরানী খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীকে গ্রেফতার করেছে পুলিশ।

নড়াইল: নড়াইলে ‘ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ’ নাটক সাজানোর অভিযোগে মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাজেদুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

সদর উপজেলার তপনভাগ গ্রামের ইব্রাহিম মোল্যাকে (৩৮) ডিবি পুলিশ পরিচয়ে অপহরণের অভিযোগে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছিল। তবে তদন্তে বেরিয়ে এসেছে ঘটনাটি ছিল সাজানো নাটক

পুলিশ জানায়, গত ২ সেপ্টেম্বর রাতে ভিকটিমের স্ত্রী মোসা. ইরানী খাতুন থানায় অভিযোগ করেন, তিনজন অজ্ঞাত ব্যক্তি ডিবি পুলিশ পরিচয়ে তার স্বামীকে তুলে নিয়ে গেছে। জলমহল দখল ও পূর্বশত্রুতার জেরে প্রতিপক্ষ ষড়যন্ত্রমূলকভাবে এ কাজ করেছে।

বিজ্ঞাপন

অভিযোগের পর পুলিশ, ডিবি ও সাইবার ক্রাইম ইউনিট যৌথভাবে তদন্তে নামে। গোপন সংবাদের ভিত্তিতে ৫ সেপ্টেম্বর ভোরে যশোর কোতোয়ালী থানার বকচর এলাকার একটি বাড়ি থেকে ইব্রাহিমকে উদ্ধার করা হয়।

পরে জিজ্ঞাসাবাদে ইব্রাহিম স্বীকার করেন, দেনা-পাওনা ও পারিবারিক পরিকল্পনার অংশ হিসেবে তিনি স্বেচ্ছায় আত্মগোপনে ছিলেন। প্রতিপক্ষকে মিথ্যা মামলায় ফাঁসানো এবং সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এ নাটক সাজানো হয়। এ ঘটনায় ইব্রাহিমের স্ত্রী ইরানী খাতুন, ভাই রুহুল আমিন ও চাচা রমজান আলীসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারাও নাটক সাজানোর কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় সদর থানার এসআই হায়াৎ মাহমুদ খাঁন বাদী হয়ে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর