Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা, ঠাকুরগাঁওয়ে বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫৮

সাংবাদিকের বিরুদ্ধে মামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে মানববন্ধন করেছেন স্থানীয় সংবাদকর্মীরা।

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ে সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী হারুন অর রশিদের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে এবং জড়িতদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় সংবাদকর্মীরা।

শনিবার (৬ সেপ্টেম্বর) সকালে বালিয়াডাঙ্গী উপজেলা শহরের চৌরাস্তা মোড়ে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

এতে বক্তব্য দেন ঠাকুরগাঁও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফিরোজ আমিন সরকার, টিভি জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের কার্যকরি সদস্য এমদাদুল ইসলাম ভুট্টো ওবালিয়াডাঙ্গী উপজেলা প্রেসক্লাবের সভাপতি নুরুল ইসলাম প্রমুখ।

মানববন্ধনে বক্তারা অবিলম্বে সাংবাদিক রশিদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলার নাটক সাজানোর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াসহ ২৪ ঘণ্টার মধ্যে মামলা প্রত্যাহারের দাবি জানান। অন্যথায় ঘেরাও কর্মসূচির ঘোষণা দেওয়ারও হুঁশিয়ারি দেন তারা।

বিজ্ঞাপন

সারাবাংলা/এইচআই

ঠাকুরগাঁও মানববন্ধন মিথ্যা মামলা সাংবাদিক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর