Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোহাগ কাউন্টারে হামলাকারী বিল্লাল-বাপ্পিকে গ্রেফতার

স্পেশাল করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৮:০৮ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৫৪

সোহাগ কাউন্টারে হামলার ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ছবি: সংগৃহীত

ঢাকা: রাজধানীর মালিবাগে সোহাগ পরিবহনের কাউন্টারে হামলার সিসিটিভি ফুটেজে চিহ্নিত মূল হামলাকারী বিল্লাল তালুকদার ও বাপ্পিকে গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (৬ সেপ্টেম্বর) র‌্যাবের মিডিয়া শাখার পরিচালক উইং কমান্ডার ইন্তেখাব চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

সূত্রে জানা যায়, গত ৩ সেপ্টেম্বর রাত সোয়া ১১টার দিকে সময় রমনার মালিবাগ ডিআইটি রোডে সোহাগ পরিবহনের দুটি কাউন্টারের ৩০/৩৫ জন লোক দলবদ্ধ হয়ে চাপাতি, রামদা, কিরিচ ইত্যাদি নিয়ে হামলা চালায়। ওই হামলার ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচার হলে দেশজুড়ে আলোচনার কেন্দ্র বিন্দুতে পরিণত হয়।

এ ঘটনায় সোহাগ পরিবহনের সিকিউরিটি অফিসার বাদী হয়ে গত ৪ সেপ্টেম্বর ১৬ জনের নাম উল্লেখ ও ১৫/২০ জন অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করে।

বিজ্ঞাপন

পরে র‍্যাবের গোয়েন্দা তৎপরতা বৃদ্ধি করে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা ও তথ্য প্রযুক্তির সহায়তায় চিহ্নিত আসামিদের গ্রেফতারে কার্যক্রম শুরু করা হয়। এরই প্রেক্ষিতে ৬ সেপ্টেম্বর মামলার ১ নম্বর আসামি বিল্লাল তালুকদারকে রাজধানীর হাতিরঝিল আমবাগান এলাকা হতে এবং ৩ নম্বর আসামি বাপ্পিকে রাজধানীর কেরানীগঞ্জ মডেল টাউন এলাকা থেকে গ্রেফতার করা হয়।

আসামিদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন।

সারাবাংলা/ইউজে/এইচআই

গ্রেফতার সোহাগ কাউন্টার সোহাগ পরিবহন হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর