Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভারত ২ মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চাইবে— দাবি মার্কিন বাণিজ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
৬ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০৪ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৬

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: রয়টার্স

মার্কিন বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিক মন্তব্য করেছেন, ভারত খুব দ্রুত রাশিয়ার কাছ থেকে জ্বালানি কেনা বন্ধ করে যুক্তরাষ্ট্রের কাছে ক্ষমা চেয়ে বাণিজ্য চুক্তি করবে। ব্লুমবার্গকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমি মনে করি, এক বা দুই মাসের মধ্যে ভারত আলোচনার টেবিলে আসবে এবং বলবে আমরা ক্ষমা চাই। তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে চুক্তি করার চেষ্টা করবে।

শনিবার (৬ সেপ্টেম্বর) ভারতীয় গণমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, লুটনিক ভারতকে সতর্ক করে বলেন, ‘যদি তারা যুক্তরাষ্ট্রকে সমর্থন না করে, তাহলে যুক্তরাষ্ট্রে পণ্য রফতানির ক্ষেত্রে তাদের ৫০ শতাংশ শুল্ক দিতে হবে।’ এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে বলেছিলেন, ‘দেখে মনে হচ্ছে আমরা গভীর অন্ধকার চীনের কাছে ভারত ও রাশিয়াকে হারিয়েছি। আমি তিন দেশেরই সাফল্য কামনা করি।’

বিজ্ঞাপন

ট্রাম্পের এই মন্তব্যের পরই লুটনিক ভারতের সমালোচনা করে বলেন, ‘এটা শুধুই ভারতের আস্ফালন। কিন্তু শেষ পর্যন্ত, নিজেদের ব্যবসার স্বার্থেই তারা আমেরিকার সঙ্গে চুক্তি করবে।’

তিনি আরও বলেন, ‘ভারত তাদের বাজার খুলবে না, রাশিয়ার তেল কেনা থামাবে না, আর ব্রিকস থেকেও সরবে না। যদি ভারত রাশিয়া আর চীনের মধ্যে জোটবদ্ধ হতে চায়, তো তারা হোক। কিন্তু যদি এটি না পারে, তাহলে ডলারকে এবং যুক্তরাষ্ট্রকে সমর্থন করুন। তা না হলে ৫০ শতাংশ শুল্ক দিতে প্রস্তুত হন।’

সারাবাংলা/এইচআই

ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদি ভারত যুক্তরাষ্ট্র

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর