Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় কৃষকদল-ছাত্রদল নেতাদের বাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ২২:১১

বাড়িতে হামলা ও ভাঙচুর

পাবনা: পাবনার মালিগাছা ইউনিয়ন কৃষকদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম এবং জেলা ছাত্রদলের সহ-অর্থ বিষয়ক সম্পাদক রণবীর শেখ রনিসহ পাঁচজনের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ উঠেছে আওয়ামী লীগপন্থী নেতাকর্মীদের বিরুদ্ধে।

শনিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে ভুক্তভোগী ইমরান হোসেন বাদী হয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, শুক্রবার রাত ১০ টার সময় সদর উপজেলা টেবুনিয়া মালিগাছা ইউনিয়নের ভজেন্দ্রপুর গ্রামে এই ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে আরও জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে আওয়ামী লীগ পদধারী চিহ্নিত সন্ত্রাসী শিমুল, রাজু সরদার, আশরাফ প্রামানিক, সুমন, মাসুদ, শিপু বিশ্বাস, রাব্বিসহ ১৫/২০ জন এলাকার চিহ্নিত সন্ত্রাসী অস্ত্রশস্ত্র নিয়ে বাড়িঘর ভাঙচুর অগ্নিসংযোগ ও ঘরে থাকা সোনার গহনা এবং টাকাপয়সা লুট করে। একইসঙ্গে প্রাণনাশের হুমকিও দিয়ে যান।

বিজ্ঞাপন

এই ঘটনার পর থেকে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস সালাম ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, ‘এই ঘটনায় একটি লিখিত অভিযোগ দায়ের হয়েছে। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/এইচআই

কৃষকদল ছাত্রদল পাবনা ভাঙচুর হামলা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর