Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জবি ডিবেটিং সোসাইটির বার্ষিক বিতর্ক কর্মশালা অনুষ্ঠিত

জবি করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২০

ঢাকা: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটি (জেইউডিএস)-এর ১৭তম বার্ষিক বিতর্ক কর্মশালা সফলভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (৬ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের কক্ষে দিনব্যাপী আয়োজিত এ কর্মশালায় প্রায় ২৫০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন জাতিসংঘের কমিউনিকেশন কনসালট্যান্ট আহমেদ ইমতিয়াজ সামাদ, ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক রাগীব আঞ্জুম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতার্কিক মুবিন মজুমদার, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের সাবেক সভাপতি মাহমুদুল হাসান এবং জেইউডিএস সভাপতি মাঈন আল মুবাশ্বির।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের উদ্বোধন করেন জেইউডিএস-এর মডারেটর অধ্যাপক ড. মুহাম্মাদ নূরুল্লাহ। সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. মেহেদী হাসান।

জেইউডিএস সাধারণ সম্পাদক মেহেদী হাসান বলেন, ‘গত তিন বছর সংগঠন কার্যত স্থবির ছিল। তবে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করে আবারও সাধারণ বিতার্কিকদের জন্য কার্যকর ক্লাবে পরিণত করার চেষ্টা চলছে।’

সভাপতি মাঈন আল মুবাশ্বির বলেন, ‘আমাদের লক্ষ্য শুধু বিতর্ক নয়; বরং শিক্ষার্থীরা যেন যৌক্তিকভাবে নিজেদের মতামত ও দাবি প্রকাশ করতে পারে, সে বিষয়েও কাজ করা।’ তিনি জকসু ও সম্পূরক বৃত্তি প্রসঙ্গেও শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

কর্মশালায় অংশ নেওয়া নতুন বিতার্কিকরাও সন্তোষ প্রকাশ করেছেন। অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সারা ইসলাম বলেন, ‘প্রতিটি কর্মশালায় অংশ নিয়ে অভিজ্ঞতা ও জ্ঞান অর্জনের পাশাপাশি সার্টিফিকেট পাচ্ছি, যা ভবিষ্যতে নানা কাজে লাগবে।’

সারাবাংলা/এসএস

অনুষ্ঠিত কর্মশালা জবি ডিবেটিং বার্ষিক বিতর্ক সোসাইটি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর