Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছাসেবক দল নেতাকে কোপালেন গণঅধিকার পরিষদ নেতা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৬ সেপ্টেম্বর ২০২৫ ২৩:৫৩

স্বেচ্ছাসেবক দল নেতাকে কোপালেন গণঅধিকার পরিষদ নেতা। ইনসেটে অভিযুক্ত হাসান। ছবি কোলাজ: সারাবাংলা

সাতক্ষীরা: জেলার পাটকেলঘাটায় স্বেচ্ছাসেবক দলের নেতা শাহিনুর কবিরের ওপর হামলার অভিযোগ উঠেছে জেলা গণধিকার পরিষদের সভাপতি প্রার্থী হাসান ও তার সহযোগীদের বিরুদ্ধে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন শাহিনুরের ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানাও।

শনিবার (৬ সেপ্টেম্বর) তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় এ ঘটনা ঘটে। পরে আহতদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত শাহিনুর কবির সরুলিয়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। অভিযুক্ত হাসানুর রহমান হাসান জেলা গণধিকার পরিষদের সভাপতি প্রার্থী। তিনি পতিত আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হকের ঘনিষ্ঠজন হিসেবেও পরিচিত।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মাছের ঘের থেকে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে জমি জায়গার বিরোধের পূর্বের জের ধরে তৈলকুপি ভাঙ্গারিঘাট এলাকায় শাহিনুর কবিরকে লোহার রড, হাতুড়ি, দা, জিআই পাইপ ও বাঁশের লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তি হামলা করে। তখন তিনি দোকানে আশ্রয় নিলে শাটার ভেঙে তাকে আবারও বেধড়ক মারধর করা হয়। এ সময় তার ছোট ভাই সাইফুল্লাহ ও ভাবি পারুল সুলতানা ছুটে এলে তাদের ওপরও হামলা চালানো হয়।

স্থানীয়রা আরও জানান, ধারালো অস্ত্রের কোপে সাইফুল্লাহ গুরুতর জখম হন এবং শরীরের বিভিন্ন স্থানে সেলাই দিতে হয়। পারুল সুলতানাকে পিটিয়ে জখম করার পাশাপাশি তার গলার সোনার চেইন ছিনিয়ে নেওয়া হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করে। হামলাকারীরা শাহিনুরের মোটরসাইকেল ভাঙচুর করে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি সাধন করে। আশপাশের লোকজন এগিয়ে এলে তারা প্রাণনাশের হুমকি দিয়ে পালিয়ে যায়।

শাহিনুর অভিযোগ করেন, ২০২৩ সালের বিএনপির দলীয় কর্মসূচিতে অংশ নেওয়ার কারণে পতিত সরকারের সাবেক মন্ত্রী রুহুল হক এবং তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ঘোষ সনৎ কুমারের প্রভাবে র‍্যাব তাকে গ্রেফতার করে। সে সময় দীর্ঘদিন জেল খাটতে হয় তাকে। এছাড়া, বিভিন্ন সময়ে সরকারি প্রভাব খাটিয়ে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছেন হাসান।

এদিকে, আজকের হামলার ঘটনায় শাহিনুরের বাবা লিয়াকাত গাজী পাটকেলঘাটা থানায় একটি এজাহার দায়ের করেছেন। এতে হাসানসহ তার ১০ সহযোগীর নাম উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত হাসানুর রহমান হাসান বলেন, ‘জমির কাগজ আমাদের রয়েছে, কিন্তু তারা জোর করে দখল করে রেখেছে।’ আইন হাতে তুলে মারধর করার মতো ঘটনা ঘটানো ঠিক হয়েছে কিনা? এমন প্রশ্ন তিনি এড়িয়ে যান।

পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিনুর রহমান বলেন, ‘ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছিল। তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

সারাবাংলা/পিটিএম

কোপ গণঅধিকার পরিষদ নেতা স্বেচ্ছাসেবক দল নেতা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর