Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যারাকের ছাদ থেকে লাফিয়ে পড়ে পুলিশ সদস্যের আত্মহত্যা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:১৭

মরদেহ। প্রতীকী

বান্দরবান: ব্যারাকের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক রাশেদুল ইসলাম (২৮) নামে এক পুলিশ সদস্য আত্মহত্যা করেছেন। শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে, এদিন সন্ধ্যায় বান্দরবান সদরের বালাঘাটা পুলিশ লাইনে মর্মান্তিক এ ঘটনা ঘটে। এ সময় তার দুই পা ভেঙে যায়। প্রথমে তাকে গুরুতর অবস্থায় বান্দরবান সদর হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন।

পুলিশ সদস্য রাশেদুল ইসলাম জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার আব্দুস ছালামের ছেলে। তিনি বান্দরবান পুলিশ লাইনে কর্মরত ছিলেন।

বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা যায়, কনস্টেবল রাশেদুল দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। পুলিশ লাইন হাসপাতালে তার চিকিৎসা চলছিল। শনিবার সন্ধ্যায় তিনি হঠাৎ ব্যারাকের ছাদ থেকে লাফ দেন। এতে তার দুই পায়ের গোড়ালি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে বান্দরবান সদর হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেলে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সারাবাংলা/পিটিএম

আত্মহত্যা পুলিশ সদস্য

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর