Saturday 06 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লন্ডনে বিবিসির সাবেক সদরদফতরে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
৭ সেপ্টেম্বর ২০২৫ ০০:২৮

লন্ডনের হোয়াইট সিটিতে বিবিসির সাবেক সদরদফতর টেলিভিশন সেন্টারে আগুন। ছবি: সংগৃহীত

লন্ডনের হোয়াইট সিটিতে বিবিসির সাবেক সদরদফতর টেলিভিশন সেন্টারে আগুন লেগেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) স্থানীয় সময় ভোর ৩টায় নয়তলা এই ভবনটিতে আগুন লাগার পর প্রায় ১০০ দমকলকর্মী ও ১৫টি ফায়ার ইঞ্জিন ঘটনাস্থলে কাজ করছে।

লন্ডন দমকল বাহিনী জানিয়েছে, খবর পেয়ে হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইকের ফায়ার স্টেশন থেকে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুটি ৩২ মিটার টার্নটেবল ল্যাডার পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ওপর থেকে আগুন নেভানোর চেষ্টা চলছে।

দমকল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়েছে, আগুন মূলত ভবনের ওপরের তলাগুলোতে ছড়িয়ে পড়েছে। এতে একটি রেস্তোরাঁ, বাইরের বারান্দা, ডাক্টিং এবং বেশ কিছু ফ্ল্যাট ক্ষতিগ্রস্ত হয়েছে।

বিজ্ঞাপন

আগুন লাগার কারণে আশেপাশের ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে এবং তাদের জন্য একটি অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

হেলিওস নামের এই ভবনটি ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় ছিল। বর্তমানে এখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম এবং ৪৭ বেডের একটি হোটেল রয়েছে। কী কারণে আগুন লেগেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

সারাবাংলা/এইচআই

আগুন বিবিসি লন্ডন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর