Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

একাদশে ভর্তি কার্যক্রম শুরু

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১১:৩৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৩:০৪

কোলাজ ছবি: সারাবাংলা

ঢাকা: চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশে ভর্তি কার্যক্রম রোববার (৭ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে, যা চলবে আগামী ১৪ সেপ্টেম্বর পর্যন্ত।

সম্প্রতি একাদশে ভর্তির ওয়েবসাইটে পৃথক বার্তায় এসব তথ্য জানানো হয়েছে। ওয়েবসাইটে লগইন করে এ ফলাফল দেখা যাবে। সর্বশেষ বার্তায় বলা হয়েছে, কলেজগুলো এখন আবেদনের পোর্টালে লগইন করে নির্বাচিত শিক্ষার্থীদের তালিকা ডাউনলোড করতে পারবে। লগইন করে বামদিকের মেন্যুতে ‘Download Reports’ এ ক্লিক করুন।

এছাড়া একাদশের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে (https://xiclassadmission.gov.bd/) ভর্তির বিষয়ে বিস্তারিত জানা যাবে।

ভর্তি ফি ও সেশন চার্জ:
চলতি বছরের ভর্তি নীতিমালা অনুযায়ী, এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ও ইংরেজি ভার্সনে ৫ হাজার টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা, জেলায় ২ হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে দেড় হাজার টাকা।

বিজ্ঞাপন

নন-এমপিওভুক্ত প্রতিষ্ঠানের ক্ষেত্রে ঢাকা মেট্রোপলিটন এলাকায় বাংলা ভার্সনে ৭ হাজার ৫০০ টাকা, ইংরেজি ভার্সনে ৮ হাজার ৫০০ টাকা, মেট্রোপলিটন (ঢাকা ছাড়া) বাংলা ভার্সনে ৫ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৬ হাজার টাকা, জেলায় বাংলা ভার্সনে ৩ হাজার টাকা ও ইংরেজি ভার্সনে আড়াই হাজার টাকা এবং উপজেলা ও মফস্বলে বাংলা ভার্সনে আড়াই হাজার টাকা ও ইংরেজি ভার্সনে ৩ হাজার টাকা।

ভর্তির পর কলেজ পরিবর্তনের নিয়ম:
সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের পূর্বানুমতি ছাড়া একাদশ শ্রেণিতে ভর্তির পর কোনো শিক্ষার্থীর ছাড়পত্র (টিসি) ইস্যু করা যাবে না। কিংবা বোর্ডের পূর্বানুমতি ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠান কর্তৃক ইস্যুকৃত ছাড়পত্রের বরাতে ভর্তি করা যাবে না।

ছাড়পত্রের (টিসি) মাধ্যমে ভর্তির ক্ষেত্রে কলেজ বা সমমানের প্রতিষ্ঠান কর্তৃপক্ষকে এ ধরনের ভর্তিকৃত ছাত্রছাত্রী ভর্তির ১৫ দিনের মধ্যে রেজিস্ট্রেশন ফিসহ প্রয়োজনীয় কাগজপত্র সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে জমা দিতে হবে।

সারাবাংলা/এনএল/এনজে

একাদশে ভর্তি কার্যক্রম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর