Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুর্ভোগ এড়াতে সব এয়ারলাইন্সে সৌদি আরব যেতে চান হজযাত্রীরা


৭ জুলাই ২০১৮ ১৪:১৫

।। স্টাফ করেসপন্ডেন্ট।।

ঢাকা: অতিরিক্ত অর্থ ব্যয় এবং ফ্লাইট মিসিং এড়িয়ে নির্বিঘ্নে হজ পালনের জন্য দেশের সব এয়ারলাইন্সকে যাত্রী পরিবহনের সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে হজযাত্রীরা। এ জন্য ওপেন স্কাই পদ্ধতি বা আকাশ পথ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শনিবার ( ৭ জুলাই) রাজধানীর ইস্কাটনের অ্যাবাকাস কনভেশন সেন্টারে শাহ আমানত হজ কাফেলার প্রশিক্ষণ কর্মশালা ও হাজী সমাবেশে এ দাবি জানানো হয়। কর্মশালায় সকাল ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত শতাধিক হজযাত্রীকে প্রশিক্ষণ দেওয়া হয়।

কর্মশালায় হজ গমনেচ্ছুক যাত্রীরা বলেন, ‘বিমান বাংলাদেশ এবং সৌদি এয়ারলাইন্স ছাড়া অন্য কোনো এয়ারলাইন্সে হজে যাওয়া যায় না। অনেক সময় দুই থেকে তিনগুণ বেশি ভাড়া দিয়ে সৌদি আরব যেতে হয়।’

এই দুর্ভোগ থেকে মুক্তি পেতে আকাশপথ খুলে দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

কর্মশালায় উপস্থিত ছিলেন হজ কাফেলার পরিচালক মুহাম্মদ নঈম উদ্দিন জহুর ও শাহ আমানত হজ কাফেলার পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন, অডিট অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক সৈয়দ আব্দুস সালাম, সাউথ-ইস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শহিদ হোসাইন। মুখ্য আলোচক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের চেয়ারম্যান ড. এ এস এম বোরহান উদ্দিন।

প্রধান অতিথি মুহাম্মদ শহিদ হোসাইন বলেন, ‘সরকার হাজিদের সেবায় নানা উদ্যোগ নিচ্ছে। আগের চেয়ে হাজিরা অনেক সহজে হজ পালন করতে পারছেন। তবে এবার হজ গরম মৌসুমে হওয়ায় তিনি হাজিদের স্বাস্থ্য সচেতনতা, শৃঙ্খলা ও নিয়মানুবর্তিতা সম্পর্কে গুরুত্বারোপ করেন।’

শাহ আমানত হজ কাফেলার পরিচালক মুহাম্মদ মহিউদ্দিন বলেন, ‘দুই যুগ ধরে হাজিদের নিরবচ্ছিন্ন সেবা দিয়ে যাচ্ছি আমরা। হাজিরা আল্লাহর মেহমান। তাই তাদের বিশেষ সম্মান ও শ্রদ্ধার চোখে দেখি আমরা। এটা আমাদের জন্য নিছক ব্যবসা নয়, তাই হাজিদের সেবার দিকে বিশেষ নজর রাখি আমরা।’

সারাবাংলা/এসএইচ/একে


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর