Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বদরুদ্দীন উমরের মৃত্যুতে জামায়াতের শোক প্রকাশ

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৪:৪০ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:৩২

ছবি: সারাবাংলা

ঢাকা: লেখক, গবেষক ও প্রবীণ রাজনীতিক বদরুদ্দীন উমরের ইন্তিকালে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রোববার (৭ সেপ্টেম্বর) এক শোকবার্তায় দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বদরুদ্দীন উমর ছিলেন একজন খ্যাতিমান লেখক, গবেষক ও বামপন্থী রাজনৈতিক ব্যক্তিত্ব। ষাটের দশকে জাতীয়তাবাদ, ধর্ম ও রাজনীতি নিয়ে তার রচিত গ্রন্থগুলো মুক্তিযুদ্ধ-পূর্ব সময়ে সাংস্কৃতিক চেতনা গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এবং স্বাধীনতার আন্দোলনে প্রভাব বিস্তার করে।’

তিনি জানান, বদরুদ্দীন উমর ১৯৩১ সালের ২০ ডিসেম্বর ভারতের বর্ধমান জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা আবুল হাশিম ছিলেন উপমহাদেশের প্রভাবশালী মুসলিম জাতীয়তাবাদী নেতা। ২০২৫ সালে বাংলাদেশ সরকারের সর্বোচ্চ বেসামরিক পুরস্কার ‘স্বাধীনতা পুরস্কার’-এ ভূষিত হলেও তিনি তা গ্রহণে অস্বীকৃতি জানান।

বিজ্ঞাপন

গোলাম পরওয়ার বলেন, ‘বদরুদ্দীন উমর গণতন্ত্র, বাকস্বাধীনতা ও মানবাধিকারের পক্ষে আজীবন সংগ্রাম করে গেছেন। তার মৃত্যুতে জাতি একজন চিন্তাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো।’

তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

সারাবাংলা/এফএন/এসডব্লিউ

বদরুদ্দীন উমরের মৃত্যু বাংলাদেশ জামায়াতে ইসলামী শোক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর