ঢাকা: প্রবীণ রাজনীতিক, লেখক ও চিন্তাবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (৭ সেপ্টেম্বর) সকালে অসুস্থ অবস্থায় হাসপাতালে নেওয়ার পর সকাল ১০টা ৫ মিনিটে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯৪ বছর।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম।
বিএনপি মহাসচিব ফেসবুক পেজে এক শোকবার্তায় লেখেন, “ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাংলাদেশের প্রগতিশীল চিন্তার ধারক-বাহক, লেখক ও চিন্তাবিদ বদরুদ্দীন উমরের মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। তার অবদান জাতি দীর্ঘদিন স্মরণে রাখবে। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌস নসীব করুন।”
ঢাকা বিশ্ববিদ্যালয়ে খণ্ডকালীন শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করে বদরুদ্দীন উমর পরবর্তীতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাজবিজ্ঞান বিভাগ প্রতিষ্ঠা করেন। তিনি বাংলাদেশ কৃষক ফেডারেশনের সভাপতি এবং গণতান্ত্রিক বিপ্লবী জোটের কেন্দ্রীয় সমন্বয়কারী হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এক সময় পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। ২০০৩ সালে জাতীয় মুক্তি কাউন্সিল প্রতিষ্ঠা করে সভাপতি নির্বাচিত হন।
জাতীয় জীবনে তার দীর্ঘ কর্মযাত্রায় তিনি মুক্তচিন্তার বিকাশ, গণতন্ত্র ও সামাজিক ন্যায়ের পক্ষে কাজ করে গেছেন।