Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগস্টে সার্বিক মূল্যস্ফীতি কমেছে, ঊর্ধ্বগতি খাদ্য সূচকে

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৫:১৩ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:০২

-ছবি প্রতীকী

ঢাকা: সমাপ্ত আগস্টে মাসে পয়েন্ট-টু-পয়েন্ট ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা কমেছে। বিদায়ী মাসে মূল্যস্ফীতির হার দশমিক ২৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৯ শতাংশ। এর আগের মাসে অর্থাৎ জুলাইয়ে এ হার ছিল ৮ দশমিক ৫৫ শতাংশ।

তবে সার্বিকভাবে মূল্যস্ফীতির হার কমলেও খাদ্য খাতে মূল্যস্ফীতি জুলাইয়ের তুলনায় সামান্য বেড়েছে।

রোববার (৭ সেপ্টেম্বর) বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এ তথ্য জানিয়েছে।

বিবিএস-এর হিসাব অনুযায়ী, গত আগস্ট শেষে খাদ্য খাতে মূল্যস্ফীকির হার দাঁড়িয়েছে ৭ দশমিক ৬০ শতাংশ। এর আগের মাসে তথা জুলাইয়ে এ হার ছিল ৭ দশমিক ৫৬ শতাংশ।

অন্যদিকে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার শূন্য দশমিক ৪৮ শতাংশ কমেছে।

বিজ্ঞাপন

গত জুলাইয়ে খাদ্য বহির্ভূত খাতে মূল্যস্ফীতির হার ছিল ৯ দশমিক ৩৮ শতাংশ। আগস্টে এটি কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৯০ শতাংশ।

বিবিএস-এর হিসাব মতে, আগস্ট শেষে গ্রামাঞ্চলে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ১৬ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ৩৯ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৫০ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৯ দশমিক ২৮ শতাংশ।

অন্যদিকে শহরে সার্বিক মূল্যস্ফীতি শূন্য দশমিক ৭১ শতাংশ কমে দাঁড়িয়েছে ৮ দশমিক ২৪ শতাংশে। এর মধ্যে খাদ্য মূল্যস্ফীতি ৭ দশমিক ৮৭ শতাংশ ও খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি ৮ দশমিক ৪৯ শতাংশ।

সারাবাংলা/আরএস

আগস্ট ২০২৫ মূল্যস্ফীতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর