Thursday 05 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এফবিআইয়ের সাক্ষীর ভয়ে খালেদা অসুস্থতার ভান করছে: প্রধানমন্ত্রী


৭ জুলাই ২০১৮ ১৪:৫২

।। সিনিয়র করেসপন্ডেন্ট।।

ঢাকা: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার দুর্নীতির কাহিনি আরও আছে দাবি করে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘অসুস্থার ভান করে কোর্টে হাজিরা দেয় না। হাজিরা দিলেই ধরা খাবে। কারণ আমেরিকার এফবিআইয়ের লোকেরা বসে আছে, সাক্ষী দেবার জন্য সে যে দুর্নীতি করেছে। কোর্টে হাজিরা দিতে পারবে না এমন তো অবস্থা নয়।’

শনিবার (৭ জুলাই) দুপুরে প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ কথা বলেন।

সভায় দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদ, রংপুর, খুলনা, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অধীন প্রতিটি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক, ইউনিয়ন পরিষদের নির্বাচিত দলীয় চেয়ারম্যান এবং মহানগরের অধীন সংগঠনের প্রতিটি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক, দলীয় নির্বাচিত কাউন্সিলর এবং জেলা পরিষদের নির্বাচিত দলীয় সদস্যরা উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন দলীয় সভাপতি শেখ হাসিনা।

সভায় স্বাগত বক্তব্য রাখেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আর শোক প্রস্তাব উপস্থাপন করেন দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ। যৌথভাবে সভা সঞ্চালনা করেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এবং উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

‘আওয়ামী লীগ করা মানে শুধু নিজের ভাগ্য গড়া না। এটা তো বিএনপি জাাময়াতের কাজ। লুটপাট দুর্নীতি মানুষ হত্যা করা। এটাই তো তাদের কাজ’ উল্লেখ করে দলীয় নেতাদের উদ্দেশ্যে শেখ হাসিনা বলেন, ‘আপনারাই বলেন, কেউ এভাবে এতিমের টাকা চুরি করে খেতে পারে? এটা কেউ পারে না। অথচ এতিমখানার জন্য টাকা এনে সেই টাকা কীভাবে নয়-ছয় করেছে আপনারা সেটা দেখেছেন। ওই সামান্য টাকা ফেরত দিতে পারল না। শাস্তি হয়েছে, জেলে গেছে। এখানে আমাদের তো কোনো দায় নেই। ১০ বছর ধরে মামলা চলেছে। বিএনপির এত জাঁদরেল জাঁদরেল আইনজীবী তারা কী করল? খালেদা জিয়া দুর্নীতি করেনি এটি প্রমাণ করতে আইনজীবীরা ব্যর্থ হয়েছেন।’

প্রধানমন্ত্রী শেখ হাসিনা আরও বলেন, ‘আরও তার দুর্নীতির কাহিনী আছে অসুস্থার ভান করে কোর্টে হাজিরা দেয় না। হাজিরা দিলেই ধরা খাবে। সে জন্যই হাজিরা দেয় না। এটা হলো বাস্তবতা। হ্যাঁ, অসুস্থতা তার আছেই। ক্ষমতায় থাকতে আমেরিকায় গিয়ে চিকিৎসা করে এসেছে, সৌদিতে চিকিৎসা করেছে। কিন্তু কোর্টে হাজিরা দিতে পারবে না এমন তো অবস্থা নয়। কিন্তু সেটা করছে কেন’ তার কারণ উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘আমেরিকার এফবিআইয়ের লোকেরা বসে আছে, সাক্ষী দেওয়ার জন্য সে যে দুর্নীতি করেছে। সাক্ষী দেওয়ার জন্য তারা বসে আছে। তারিখ পেলেই তারা চলে আসবে।’

এছাড়াও তার দুই ছেলে মানি লন্ডারিং মামলা, দশ ট্রাক অস্ত্র ও ২১ শে আগস্ট গ্রেনেড হামলা মামলার আসামি সে কথাও তুলে ধরেন শেখ হাসিনা।

সারাবাংলা/এনআর/একে


বিজ্ঞাপন
সর্বশেষ

ধানমন্ডি থেকে গ্রেফতার শাজাহান খান
৬ সেপ্টেম্বর ২০২৪ ০২:৪৫

সম্পর্কিত খবর