Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডিএসসিসিতে তেলের দুর্নীতির প্রাথমিক সত্যতা পেল দুদক

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৩২ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৪

দুদকের অভিযান।

ঢাকা: বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আন্দোলনের কারণে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) চলতি বছরে একটানা ৪০ দিন বন্ধ থাকলেও পাঁচ কোটি টাকার তেল খরচ দেখানোর প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নতি দমন কমিশন (দুদক)।

রোববার (৭ সেপ্টেম্বর) দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখতে অভিযান চালিয়ে এই সত্যটা পায় দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে দুই সদস্যের একটি দল।

দুদক জানিয়েছে, প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। এখানে ড্রাইভার থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত দুর্নীতিতে জড়িত। আর সংশ্লিষ্ট পরিবহন বিভাগ এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপককে পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

দুদকের দল জানায়, জব্দ করা নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দাখিল করা হবে। এর ভিত্তিতেই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

দুদকে আসা অভিযোগে বলা হয়, এ সময় অনেক কর্মকর্তা অফিসে না থাকলেও তাদের জন্য বরাদ্দ করা গাড়ির বিপরীতে প্রতিদিন ১৪ থেকে ১৫ লিটার তেল খরচ দেখানো হয়েছে। প্রতি মাসের মতো তখনও জ্বালানি খাতে খরচ দেখানো হয় প্রায় পাঁচ কোটি টাকা।

সারাবাংলা/এমএইচ/এসডব্লিউ

ডিএসসিসি তেলের দুর্নীতি দুদক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর