Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কুষ্টিয়ায় লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা জোরদার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৬

লালন আঁখড়াবাড়িতে নিরাপত্তা নিশ্চিতে পুলিশের টহল।

কুষ্টিয়া: রাজবাড়িতে নুরাল পাগলার মাজারে ভাঙচুর ও আগুনের ঘটনায় বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে কুষ্টিয়ার ছেঁউড়িয়ায় ফকির লালন সাঁইয়ের আখড়াবাড়িতে। গত দুদিন ধরেই মাজার প্রাঙ্গণে মোতায়েন করা হয় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। অপ্রীতিকর ঘটনা এড়াতে মাজারে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানান দায়িত্বরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

লালন শা‌হর আখড়া বা‌ড়ির খাদেম বলেন, ‘বিভিন্ন মাজারে এই ধরনের আক্রমন হচ্ছে, আমারা এই আক্রমন চাইনা। এই ধরনের নেক্কারজনক ঘটনা যেন আর না ঘটে সরকারের কাছে এই আবেদন।’

দায়িত্বে থাকা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) জাকির হোসেন বলেন, ‘পাশের এলাকায় একটি সমস্যার কারণে এখানে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। পালাক্রমে ২০ জন পুলিশ সদস্য দুই দিন ধরে এখানে দায়িত্ব পালন করছে।’

বিজ্ঞাপন

এ বিষয়ে কু‌ষ্টিয়া জেলা পু‌লিশ সুপার (এস‌পি) মো. মিজানুর রহমান বলেন, কিছু কারণে লালন মাজারে বাড়‌তি নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর