Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভোটের পরিবেশ শতভাগ অনুকূলে রয়েছে: ইসি আনোয়ার

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৬:৪৭ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:২৩

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার – (ফাইল ছবি)

‎ঢাকা: বর্তমানে ভোটের পরিস্থিতি শতভাগ অনুকূলে রয়েছে, ভোট না হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন নির্বাচন কমিশনার নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম।

‎রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে নির্বাচন ভবনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

‎আনোয়ারুল ইসলাম বলেন, ‘কোনো অনিশ্চয়তা নেই। নির্বাচন নিয়ে কমিশনের কাছে প্রতিকূল পরিস্থিতির তথ্য আসেনি।’

‎সংবিধান ও বিদ্যমান আইন নিয়ে বিভ্রান্তি প্রসঙ্গে আনোয়ারুল ইসলাম বলেন, ‘প্রস্তাবিত আরপিও সংশোধনী আইন মন্ত্রণালয়ের ভেটিংয়ের পরই চূড়ান্ত হয়েছে। অন্য কোনো আইনের সঙ্গে সাংঘর্ষিক কিছু থাকলে তা সমন্বয় করা হবে।’

বিজ্ঞাপন

‎ ‎‎সারাবাংলা/এনএল/এসডব্লিউ

ইসি আনোয়ারুল ইসলাম নির্বাচন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর