চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ধারালো অস্ত্রের আঘাতে আহত এক ব্যক্তির চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। পুলিশ জানিয়েছে, বাড়ির সীমানা প্রাচীর নিয়ে বিরোধের জেরে প্রতিবেশিদের সঙ্গে ঝগড়ার সময় তাকে কুপিয়ে আহত করা হয়।
শনিবার (৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত নুরুল কবির (৩৯) উপজেলার এওচিয়া ইউনিয়নের দেউদিঘী ছড়ারকুল এলাকার মৃত আমির আলীর ছেলে। তিনি পেশায় দিনমজুর ছিলেন বলে জানা গেছে।
সাতকানিয়া থানার পরিদর্শক (তদন্ত) সুদীপ্ত রেজা সারাবাংলাকে বলেন, ‘প্রতিবেশি এক পরিবারের বাড়ির সীমানা প্রাচীর নির্মাণের সময় বাধা দিয়েছিলেন নুরুল কবির। তার দাবি ছিল, প্রতিবেশিরা তাদের জায়গা অতিক্রম করে তাদের সীমানায় ঢুকে গেছে। এ নিয়ে গতকাল (শনিবার) দুপুর থেকে ঝগড়ার এক পর্যায়ে বিকেল পাঁচটার দিকে তাদের মধ্যে সংঘর্ষ হয়।’
পুলিশ জানায়, সংঘর্ষের মধ্যে ধারালো অস্ত্রের আঘাতে নুরুল কবির এবং তার দুই চাচাতো ভাই জানে আলম ও আবছার আহত হন। তিনজনকে প্রথমে সাতকানিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে নুরুল কবিরের অবস্থার অবনতি হলে তাকে চমেক হাসপাতালে পাঠানো হয়। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
এ ঘটনায় নুরুল কবিরের চাচাতো ভাই বাদী হয়ে প্রতিবেশি পরিবারটির সাত সদস্যের নাম উল্লেখ করে একটি হত্যা মামলা করেছে বলে পুলিশ জানিয়েছে।