Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২২ বছরের সাজা নিয়ে আত্মসমর্পণ, যুবদলের ইসহাক কারাগারে

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:১৬

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর পৃথক থানায় নাশকতার অভিযোগে করা ১১ মামলায় সাজাপ্রাপ্ত যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক আলী সরকারকে আত্মসমর্পণের পর কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজের একাধিক আদালতে ৬ মামলায় ও ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের ৫ মামলায় আইনজীবীর মাধ্যমে স্বেচ্ছায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন তিনি। শুনানি শেষে সংশ্লিষ্ট আদালতের বিচারকরা এসব মামলায় তার জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

ইসহাক সরকারের আইনজীবী নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ইসহাক সরকারের বিরুদ্ধে বিগত আওয়াম লীগ সরকার মোট ৩৬৫টি মামলা দেয়। মামলাগুলোর মধ্যে ছয়টিতে মহানগর দায়রা জজের একাধিক আদালত তাকে ২২ বছর ৬ মাস কারাদণ্ড দেন। দায়রা আদালতের ছয়টি মামলা ও সিএমএম আদালতের আরও পাঁচটি মামলায় আত্মসমর্পণ করে জামিনের আবেদন করা হয়। বিচারক জামিনের আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিজ্ঞাপন

জানা যায়, ২০২৩ সালের ৭ নভেম্বর নাশকতার এক মামলায় যুবদলের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকারের তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

এছাড়া, একই বছরের ৭ আগস্ট গাড়ি ভাঙচুর ও টাকা ছিনতাইয়ের ঘটনায় রাজধানীর কোতোয়ালি থানার মামলায় ইসহাক আলী সরকারসহ ২১ জনের দুই বছরের কারাদণ্ড দেন আদালত।

উল্লেখ্য, তার বিরুদ্ধে বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ৩৬৫টি মামলা দেওয়া। এসব মামলার মধ্যে ১১টিতে রায় ঘোষণা করে তাকে সাজা দেওয়া হয়।

সারাবাংলা/ইউজে/পিটিএম

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর