Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিজ বাসায় ছুরিকাঘাতে যুবক খুন, স্ত্রীসহ আটক ২

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৭:৫২ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:০০

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে নিজ বাসায় ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছেন, যিনি মাসখানেক আগে দুবাই থেকে দেশে আসেন। এ ঘটনায় পুলিশ তার স্ত্রীসহ দু’জনকে আটক করেছে।

শনিবার (৬ সেপ্টেম্বর) রাতে নগরীর চান্দগাঁও থানার পাঠানিয়াগোদা এলাকায় এক বাসায় এ ঘটনা ঘটে বলে ‍পুলিশ জানায়।

নিহত মো. আকিব (৩২) কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার বাসিন্দা হলেও চট্টগ্রাম নগরীর পাঠানিয়াগোদা এলাকায় স্ত্রীকে নিয়ে ভাড়া বাসায় ছিলেন।

আটক দুজন হলেন- আকিবের স্ত্রী পুষ্প (২৫) ও সাইফুল ইসলাম (৩০) নামে এক যুবক। সাইফুলের বাড়ি চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় বলে জানা গেছে।

চান্দগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহেদুল কবীর সারাবাংলাকে বলেন, ‘আকিব দুবাই প্রবাসী। মাসখানেক আগে দেশে ফিরে আসেন। প্রাথমিক তদন্তে জেনেছি, দেশে ফেরার পর আকিব তার স্ত্রীর সঙ্গে এক যুবকের প্রেমের সম্পর্কের বিষয় জানতে পারেন। এ নিয়ে তাদের মধ্যে নিয়মিত ঝগড়া হচ্ছিল। গত (শনিবার) রাত ৮টার দিকে সাইফুল আকিবের বাসায় যান। এসময় তিনজনের মধ্যে ঝগড়া শুরু হয়। পুষ্প ও সাইফুল মিলে আকিবকে মারধর শুরু করে।’

বিজ্ঞাপন

‘একপর্যায়ে সাইফুল আকিবকে উপর্যুপরি ছুরিকাঘাত করে। ধ্বস্তাধ্বস্তিতে সাইফুলও আঘাত পান। তখন প্রতিবেশিরা বিষয়টি টের পেয়ে ওই বাসায় গিয়ে দুজনকে আহত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক আকিবকে মৃত ঘোষণা করেন।’

ওসি আরও জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে গিয়ে আকিবের লাশ নিজেদের হেফাজতে নিয়ে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়। আহত সাইফুলকে আটক করে। পুষ্পাকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে যাওয়া হয়।

আটক সাইফুল ও পুষ্পার বিরুদ্ধে হত্যা মামলা করা হচ্ছে বলে জানিয়েছেন ওসি জাহেদুল কবীর।

সারাবাংলা/আরডি/পিটিএম

খুন ছুরিকাঘাত টপ নিউজ

বিজ্ঞাপন

আসছে ‘পুষ্পা ৩’
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:৪১

আরো

সম্পর্কিত খবর