Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বনানীতে ট্রেনের ধাক্কায় পোশাক শ্রমিক নিহত

স্টাফ করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১২ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:১০

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর বনানী চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আনিছ মিয়া (২৫) নামে এক পোশাক শ্রমিক নিহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে বনানী চেয়ারম্যান বাড়ী এলাকায় রেললাইন পারাপারে সময় ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয় ওই যুবক। খবর পেয়ে স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক বিকাল সাড়ে ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

মৃত আনিছ মিয়ার ভাই মো. আশিক মিয়া জানান, তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার বড়তিরশা গ্রামে। বাবার নাম মজিবর রহমান। বর্তমানে স্ত্রীকে নিয়ে বনানী কড়াইল বস্তিতে থাকতেন তিনি এবং চেয়ারম্যান বাড়ি শিখা নামে একটি পোশাক কারখানায় কাজ করতেন।

বিজ্ঞাপন

তিনি জানান, দুপুরে আনিসের মোবাইল থেকে একজন ফোন করে বলে আনিস চেয়ারম্যান বাড়ি এলাকায় ট্রেনের ধাক্কায় আহত হয়ে পড়ে আছেন। পরে ঘটনাস্থলে গিয়ে জানতে পারি আশিক রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় আহত হয়। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, বনানী থেকে স্বজনরা ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্বজনরা জানান, ট্রেনের ধাক্কায় প্রথমে আহত হয়েছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

সারাবাংলা/এসএসআর/এসডব্লিউ

ট্রেন দুর্ঘটনা পোশাক শ্রমিক নিহত

বিজ্ঞাপন

জাতীয় খো খো-তে আনসারের শিরোপা জয়
৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৮

আরো

সম্পর্কিত খবর