Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকানোর শক্তি পৃথিবীতে নেই’

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৮:১৫ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ২২:২৩

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ফাইল ছবি

ঢাকা: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, আগামী ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন ঠেকানোর কোনো শক্তি ও সামর্থ্য পৃথিবীতে নেই বলেও জানান তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) সাম্প্রতিক বিষয় নিয়ে বাংলাদেশ ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন প্রধান উপদেষ্টার বরাত দিয়ে তার প্রেস সচিব সাংবাদিকদের এ কথা বলেন। এ সময় ডাকসু নির্বাচন যেন উৎসবমুখর হয়— সে ব্যাপারে প্রধান উপদেষ্টা নির্দেশনা দিয়েছেন বলেও জানান প্রেস সচিব।

শফিকুল আলম বলেন, ‘আজ প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে যেকোনো ধরনের পরিস্থিতি মোকাবিলা করতে স্থানীয় প্রশাসনকে আরও সক্রিয়ভাবে কাজ করার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা যেন বিঘ্নিত না হয় সে পদক্ষেপও নিতে বলা হয়েছে।’

বিজ্ঞাপন

প্রেস সচিব বলেন, ‘পরাজিত শক্তি বেপরোয়া হয়ে পড়েছে। সার্বিক শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতে সর্বশক্তি নিয়ে মাঠে নামছে। নিরাপত্তা বাহিনীগুলোর মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।’

তিনি আরও বলেন, ‘রাজবাড়ীতে শান্তিপূর্ণ বিক্ষোভ করার কথা ছিল। এ ন্যাক্কারজনক ঘটনায় সরকার নিন্দা জানিয়েছে। এরই মধ্যেই সাতজনকে আটক করেছে পুলিশ।’

সারাবাংলা/একে/পিটিএম

নির্বাচন ফেব্রুয়ারি শফিকুল আলম

বিজ্ঞাপন

জাতীয় খো খো-তে আনসারের শিরোপা জয়
৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:২৮

আরো

সম্পর্কিত খবর