Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সফল বাণিজ্যিক দরকষাকষির জন্য সক্ষমতা বাড়ানো জরুরি: বাণিজ্য উপদেষ্টা

স্পেশাল করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ১৯:৩৮ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:২৯

রোববার রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন- ছবি : সংগৃহীত

ঢাকা: সফল বাণিজ্যিক দরকষাকষির (ট্রেড নেগোসিয়েশন) জন্য সক্ষমতা বাড়ানো জরুরি বলে মন্তব্য করেছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দীন।

রোববার (৭ সেপ্টেম্বর) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। রিফ্লেকশন অ্যান্ড ওয়ে ফরোয়ার্ড: বিল্ডিং ন্যাশনাল ক্যাপাবিলিটিজ ইন ট্রেড নেগোসিয়েশনস’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ‘ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট’ ও ‘ইউনাইটেড নেশনস ডেভেলপমেন্ট প্রোগ্রাম’ (ইউএনডিপি)। অনুষ্ঠান শেষে ট্রেড নেগোশিয়েটরস পুলের সদস্যদের জন্য আয়োজিত কর্মশালায় অংশগ্রহণকারীদের হাতে সনদ তুলে দেন বাণিজ্য উপদেষ্টা

বিজ্ঞাপন

বাণিজ্য উপদেষ্টা বলেন, ট্রেড নেগোসিয়েশনে নানান বাধা মোকাবিলা করতে হয়। নন-ট্রেড নেগোসিয়েশনে আরও বেশি বাধা আসে। আমাদের রফতানি পণ্য খুবই সীমিত। পণ্যের বহুমুখীকরণ না হওয়ায় আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়। এটা আমাদের কমিয়ে আনতে হবে।

তিনি বলেন, ট্রেড নেগোশিয়েটরস পুলের সদস্যরা তাদের অর্জিত জ্ঞান দেশের জন্য কাজে লাগাতে পারবে। বাণিজ্য মন্ত্রণালয়, ইউএনডিপি, এফসিডিও এবং অন্যান্য অংশীদারদের মধ্যে টেকসই সহযোগিতার মাধ্যমে চলমান প্রশিক্ষণ উদীয়মান বাণিজ্য চ্যালেঞ্জ মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে।

মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে রেসিপ্রোকল ট্রেড নেগোসিয়েশনের অভিজ্ঞতা বর্ণনা করে বাণিজ্য উপদেষ্টা বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যাতে কম শুল্ক আরোপ করে তা নিশ্চিত করতে আমরা আমাদের সর্বোচ্চ প্রচেষ্টা ও অভিজ্ঞতার মাধ্যমে চেষ্টা করেছি। আমরা বিশ্বাস করি সেটা করতে পেরেছি।

বাণিজ্য সচিব মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বৃটিশ হাইকমিশনার সারাহ কুক এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার।

অনুষ্ঠানে প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ইউএনডিপির কান্ট্রি ইকোনমিক অ্যাডভাইজর ওয়াইস প্যারি, রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র‍্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) ও ইপিবির ভাইস চেয়ারম্যান মো. আবদুর রহিম খান।

সারাবাংলা/আরএস

বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর