ঢাকা: আলজেরিয়ায় ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারণের সম্ভাব্যতা যাচাই করছে বাংলাদেশ। কৃষি ও কৃষি-শিল্প, তৈরি পোশাক, জ্বালানি, জাহাজ নির্মাণ শিল্প, ফল রফতানি, খেলাধুলা, তথ্যপ্রযুক্তি, জনশক্তি রফতানি ও সাংস্কৃতিক বিনিময়ের মাধ্যমে আলজেরিয়ার সঙ্গে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের চিন্তা করছে ঢাকা।
এ লক্ষ্যে ‘বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরাম’-এর ১৩ সদস্যের একটি প্রতিনিধি দল (শনিবার, ০৬ সেপ্টেম্বর) আলজিয়ার্সের বাংলাদেশ দূতাবাস পরিদর্শন ও মতবিনিময় করেছে। সংগঠনের সভাপতি মোহাম্মদ নূরুল মোস্তফা ও সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী এ সময় উপস্থিত ছিলেন।
রোববার (৭ সেপ্টেম্বর) আলজেরিয়ার বাংলাদেশ দূতাবাস এ তথ্য জানায়।
পরিদর্শনকালে ফোরামের সদস্যরা আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। আলজেরিয়াতে বাংলাদেশের রফতানি সুযোগ বৃদ্ধিসহ ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন।
রাষ্ট্রদূতের সঙ্গে মতবিনিময়কালে প্রতিনিধিদল বাংলাদেশের বাজারে আলজেরিয়ার পণ্য সরবরাহ বৃদ্ধির পাশাপাশি আলজেরিয়াতে বাংলাদেশের রপ্তানিপণ্য বৃদ্ধির নানা দিক সম্পর্কে আলোকপাত করেন। আলোচনায় বাংলাদেশ-আলজেরিয়ার মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদারের জন্য বিভিন্ন কার্যক্রমের প্রস্তাব এবং নানা বিষয়ে বাংলাদেশ এবং আলজেরিয়ার মধ্যে বিদ্যমান ব্যবসায়িক সম্পর্ক সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়, যা আগামীতে দুই দেশের মধ্যে নতুন ব্যবসা এবং বিনিয়োগের সুযোগ সৃষ্টি করবে।
আলজেরিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. নাজমুল হুদা বাংলাদেশ ও আলজেরিয়ার মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের অধিকতর সক্রিয় ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন এবং ভবিষ্যতে ফোরামের এ সম্পর্কিত বিভিন্ন কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
রাষ্ট্রদূত বলেন, এ ধরনের আলোচনা এবং সহযোগিতামূলক বিভিন্ন উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের সম্পর্ককে আরও শক্তিশালী করতে অগ্রণী ভূমিকা পালন করবে।