Monday 08 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরার উন্নয়নে বিশেষ সরকারি বরাদ্দের দাবি এলাকাবাসীর

সিনিয়র করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ২০:০৪

ঢাকা: সাতক্ষীরা জেলা বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকা; যা দীর্ঘদিন ধরে প্রাকৃতিক সম্পদ, কৃষি, মৎস্য ও মানবসম্পদের দিক থেকে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য ভূমিকা রেখে চলেছে। কিন্তু দুঃখজনকভাবে জেলা দীর্ঘদিন যাবৎ সরকারি উন্নয়ন বরাদ্দে অবহেলিত ও বঞ্চিত। জেলাটির উন্নয়নে বিশেষ সরকারি বরাদ্দের জোর দাবি জানিয়েছেন এলাকাবাসীরা।

রোববার (৭ সেপ্টেম্বর) এক যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে সাতক্ষীরা জেলা উন্নয়ন সমন্বয় ফোরামের উপদেষ্টা আফসার আলী, আহ্বায়ক ইকবাল মাসুদ, সদস্য মোস্তফা বকুলুজ্জামান, এস এম মেহেদী হাসানসহ অন্যরা জেলাটির উন্নয়নের স্বার্থে বিশেষ সরকারি বরাদ্দ ঘোষণার দাবি জানান।

বিজ্ঞাপন

তারা জানান, সাতক্ষীরা জেলা শুধুমাত্র সীমান্তবর্তী একটি জেলা নয়, বরং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা একটি অঞ্চল। এই জেলা প্রতিবছর হাজার কোটি টাকার চিংড়ি ও মাছ রফতানি করে বৈদেশিক মুদ্রা অর্জনে ভূমিকা রাখে। জেলার চাষযোগ্য জমি ও লবণাক্ততা-সহিষ্ণু কৃষি প্রযুক্তি কৃষিখাতে উদ্ভাবনী দৃষ্টান্ত স্থাপন করেছে। সুন্দরবন ঘেঁষা এই জেলা পর্যটন শিল্পের সম্ভাবনাময় কেন্দ্রবিন্দু, যা উন্নয়নের মাধ্যমে বিশাল আয় করতে সক্ষম। সাতক্ষীরার মানবসম্পদ বিদেশে কর্মরত, যারা রেমিট্যান্স প্রেরণের মাধ্যমে দেশের অর্থনীতিকে শক্তিশালী করছে।

এছাড়াও, জেলার ৭টি উপজেলার বহু অঞ্চলে এখনো দুর্বল অবকাঠামো, জলাবদ্ধতা, নদীভাঙন ও কর্মসংস্থানের অভাব প্রকট আকার ধারণ করেছে। বর্তমান সংকট মোকাবিলায় জেলার জন্য বিশেষ বরাদ্দ ও পরিকল্পিত উন্নয়ন উদ্যোগ গ্রহণ করা সময়ের দাবি।

সারাবাংলা/ইএইচটি/এসআর

উন্নয়ন উন্নয়ন সমন্বয় ফোরাম সাতক্ষীরা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর