Thursday 23 Oct 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বালিয়াকান্দিতে সড়ক দুর্ঘটনায় স্বামী নিহত, স্ত্রী গুরুতর আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:০৪ | আপডেট: ৭ সেপ্টেম্বর ২০২৫ ২৩:২২

বালি টানা গাড়ীতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রা। ছবি: সংগৃহীত

রাজবাড়ী: রাজবাড়ীর বালিয়াকান্দিতে অবৈধ ইঞ্জিনচালিত বালি টানা গাড়ীর (পটাং) চাপায় মোটরসাইকেল আরোহী ব্যবসায়ী মতিয়ার রহমান (৫৫) মৃত্যু হয়েছে। এসময় তার স্ত্রী জোৎস্না ওরফে রিক্তা (৪৪) গুরুতর আহত হয়েছেন।

রোববার (৭ সেপ্টেম্বর) দুপুরে বালিয়াকান্দি-পাংশা সড়কের সদর ইউনিয়নের শালমারা মাদরাসা এলাকায় এ দুঘর্টনা ঘটে।

নিহত মতিয়ার উপজেলার নারুয়া ইউনিয়নের বিলধামু গ্রামের মজিবর রহমানের ছেলে ও রিক্তা মতিয়ার রহমানের স্ত্রী।

স্থানীয়রা জানান, মতিয়ার রহমান ও তার স্ত্রী মোটরসাইকেলযোগে বালিয়াকান্দি থেকে নিজ বাড়িতে যাচ্ছিলেন। শালমারা এলাকায় পৌঁছালে বিপরীত থেকে বালি টানা (পটাং) গাড়ীর চাপায় মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেলে স্থানান্তর করা হয়। ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মতিয়ার মারা যান। এ সময় এলাকার লোকজন অবৈধ (পটাং) গাড়ীতে আগুন ধরিয়ে দেয়।

বিজ্ঞাপন

বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. জামাল উদ্দিন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পরিদর্শন করেছি। পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বিজ্ঞাপন

সাভারে স্টার টেকের নতুন শাখা
২৩ অক্টোবর ২০২৫ ২৩:৪৬

আরো

সম্পর্কিত খবর