Sunday 07 Sep 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

আগামী জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা দেখছি না: মির্জা ফখরুল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ সেপ্টেম্বর ২০২৫ ২১:৩২

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঠাকুরগাঁও: বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আসন্ন জাতীয় নির্বাচন নিয়ে কোনো শঙ্কা দেখছি না। তবে কিছু ব্যক্তি বা রাজনৈতিক দল অযথা শঙ্কার পরিবেশ সৃষ্টি করতে চাইছে বলে মন্তব্য করেন তিনি।

রোববার (৭ সেপ্টেম্বর) রাতে ঠাকুরগাঁও জেলা স্কুল বড়মাঠে জেলা বিএনপির সম্মেলনস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, ‘বাংলাদেশের মানুষ এসব ইমোশনকে সমর্থন করবে না। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে।”

তিনি আরও বলেন, দীর্ঘ ১৫ বছর আওয়ামী লীগ আমলে নির্যাতন-গুম-খুনের কারণে কোনো সম্মেলন আয়োজনের সুযোগ ছিল না। হাজার হাজার মামলার কারণে নেতারা পালিয়ে ছিলেন। তবে সব বাধা অতিক্রম করে তরুণদের সঙ্গে নিয়ে এবার সফল সম্মেলনের আয়োজন করা হচ্ছে।

বিজ্ঞাপন

সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন উল্লেখ করে ফখরুল বলেন, “এটি ঠাকুরগাঁও বিএনপির নেতাকর্মীদের জন্য আনন্দের বিষয়। এই সম্মেলন বিএনপির জন্য নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আমি বিশ্বাস করি।”

এসময় জেলা বিএনপির শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এসএস

নির্বাচন মির্জা ফখরুল শঙ্কা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর