মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের শ্রীনগরে কার্টনের ভেতর থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার রাঢ়িখাল ইউনিয়নের কবুতরখোলা এলাকা থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সন্ধ্যায় বড় মসজিদের সামনে একটি কার্টনে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে কৌতূহলবশত সেটি খোলা হয়। এরপর ভেতরে পলিথিনে মোড়ানো ও ডায়াপার পরানো অবস্থায় এক নবজাতকের মরদেহ দেখতে পান তারা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
শ্রীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হুদা খান বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অজ্ঞাত কেউ নবজাতকের মরদেহ কার্টনে ভরে ঘটনাস্থলে ফেলে রেখে গেছেন। মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’