সব শঙ্কা কাটিয়ে এবারের এশিয়া কাপের গ্রুপ পর্বেই দেখা হয়ে যাচ্ছে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর। মাঠের লড়াইয়ের আগেই অবশ্য দেখা হয়ে গেল ভারত-পাকিস্তানের ক্রিকেটারদের। টুর্নামেন্ট শুরুর আগে দুবাইয়ে একই মাঠে অনুশীলন করেছেন দুই দলের ক্রিকেটাররা। অনুশীলনের সময় কী কথা হয়েছে সূর্যকুমার-শাহিন আফ্রিদিদের মধ্যে?
না, দুই পক্ষের মধ্যে কোনো কথাই হয়নি! খানিকটা অবাক করার মতো হলেও দুবাইতে ঘটেছে এমন অদ্ভুত কাণ্ডই। দুই দেশের মধ্যে তিক্ততা থাকলেও মাঠের বাইরে বরাবরই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখেছেন ক্রিকেটাররা। ম্যাচে ভেতর কিংবা বাইরে, দেখা হলে বরাবরই কুশল বিনিময় করেন দুই দেশের ক্রিকেটাররা।
এবার দুবাইতে সেই দৃশ্য দেখা গেল না। দুবাইয়ের আইসিসি স্টেডিয়ামে এশিয়া কাপকে সামনে রেখে বিকেলে অনুশীলনে নেমেছিল ভারত। সন্ধ্যার কিছুটা আগে মাঠে এসেছিল পাকিস্তান।
ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, দুই দল পাশাপাশি অনুশীলন করলেও কেউ কারো সঙ্গে কথা বলেননি। ঠিক কী কারণে এমনটা হয়েছে, সেটা অবশ্য খোলাসা করেনি কোনো পক্ষই।
তবে এমন ঘটনায় আভাস পাওয়া যাচ্ছে, দুই দলের সম্পর্কটা আগের মতো নেই। বিশেষ করে গত এপ্রিলে কাশ্মীর ইস্যুতে সংঘাত ও কিছুদিন আগে সাবেক ক্রিকেটারদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ভারতের ম্যাচ বয়কটের পর দুই পক্ষের সম্পর্কের বরফ আরও জমাট বেঁধেছে।
আগামী ১৪ সেপ্টেম্বর দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে গ্রুপ পর্বের ম্যাচে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।