দুয়ারে কড়া নাড়ছে এশিয়া কাপ। এশিয়ার শ্রেষ্ঠত্বের এই লড়াই মাঠে গড়াবে আগামী ৯ সেপ্টেম্বর থেকে। ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টের সবচেয়ে বেশি শিরোপা জিতেছে কোন দল?
১৯৮৪ সালে প্রথমবার আয়োজন করা হয় এশিয়া কাপ। এরপর অনুষ্ঠিত হয়েছে আরও ১৫টি আসর। ১৬ আসরের ভেতর সবচেয়ে বেশিবার শিরোপা উঁচিয়ে ধরেছে ভারত।
উদ্বোধনী টুর্নামেন্টে শিরোপা উঁচিয়ে ধরেছিল ভারত। এরপর তারা আরও ৭ বার ট্রফি জিতেছে। মোট ৮ বার এশিয়া কাপ জিতে সবার ধরাছোঁয়ার বাইরে আছে ভারত। ভারত রানার্সআপ হয়েছে মোট ৩ বার।
দ্বিতীয় সর্বোচ্চ ৬ বার ট্রফি জিতেছে শ্রীলংকা। লংকানরা রানার্সআপ হয়েছে ৭ বার। পাকিস্তান শিরোপা উঁচিয়ে ধরেছে ২ বার, রানার্সআপ হয়েছে ৩ বার।
বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়া কাপের শিরোপা ছুঁয়ে দেখতে পারেনি। তিনবার ফাইনালে উঠলেও প্রতিবারই খালি হাতে ফিরেছেন তারা।