দীর্ঘ ৫ বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন। আর একদিন পরেই হবে ভোটগ্রহণ। এমন সময়ে এই নির্বাচনের এক প্রার্থীকে শুভকামনা জানিয়ে হইচই ফেলে দিলেন সাবেক পাকিস্তান অধিনায়ক মিসবাহ উল হক!
এবারের ডাকসু নির্বাচনে ক্রীড়া সম্পাদক পদপ্রার্থী মুহাইমেনুল ইসলাম তকি। নির্বাচনী প্রচারণার শেষ দিনে তাকে শুভকামনা জানিয়ে এক ভিডিও বার্তা পাঠিয়েছেন মিসবাহ।
সেই বার্তায় মিসবাহ জানিয়েছেন, ‘আসসালামু আলাইকুম তকি ভাই, আমি আশা করি আপনি ভালো আছেন। আপনার জন্য আমার শুভকামনা থাকবে। আপনি অনেক ভালো ক্রিকেটার এবং ভালো মানুষ। আমার আশা আপনি ৯ সেপ্টেম্বর অনেক ভালো করবেন। সবাই আপনার সঙ্গে আছে। আমার তরফ থেকে আপনার জন্য অনেক অনেক দোয়া। ভালো থাকবেন, ইনশাআল্লাহ আপনি সফল হবেন।’
ডাকসু নির্বাচনে সমন্বিত শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্রীড়া সম্পাদক পদে লড়ছেন তকি। তিনি ঢাকা লিগে খেলেছেন, অংশ নিয়েছেন জাতীয় স্পিন ক্যাম্পেও। ক্রীড়া সম্পাদক পদে তকির সঙ্গে লড়ছেন আরও ১২ জন প্রার্থী।